শিরোনাম :
প্রিয় মানিক স্যারকে দেখতে তাঁর বাসায় ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দ
স্টোমাক ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সবার প্রিয় মানিক স্যার, মানিক গমেজ।
একসময়ের নটর ডেম কলেজের তুখোড় ও জনপ্রিয় বাংলা বিভাগের শিক্ষক গাব্রিয়েল মানিক গমেজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। স্টোমাক ক্যান্সারে আক্রান্ত এই শিক্ষক ও খ্রিস্টান সম্প্রদায়ের বর্ষীয়ান নেতা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঢাকার মনিপুরিপাড়ায় নিজ বাসভবনে শয্যাশায়ী আছেন।
নটর ডেম কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি একাধারে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তাঁর জীবনের বড় একটি অধ্যায় তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছেন।
অসুস্থ্য ও বর্ষীয়ান এই নেতাকে দেখতে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই কোড়াইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গতকাল (২২ জুন) রাতে তাঁর মনিপুরিপাড়ার বাসায় যান। তারা তাঁর সাথে কথা বলার চেষ্টা করেন। তিনি সবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যেন কিছু বলতে চান, সবার মুখই যে তাঁর বড় চেনা! এসময় নেতৃবৃন্দ গাব্রিয়েল মানিক গমেজের আশু রোগমুক্তির জন্য সৃষ্টিকর্তার নিকট বিশেষ প্রার্থনা ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
প্রতিনিধিদলের অন্যান্য নেতৃবৃন্দ হলেন ঢাকা ক্রেডিটের ভাইস প্রেসিডেন্ট শীরেন সিলভেস্টার গমেজ, সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, ডিরেক্টর পিটার গমেজ, পাপিয়া রিবেরু, সুপারভাইজরি কমিটির সদস্য মানিক লরেন্স রোজারিও প্রমুখ।
প্রিয় মানিক স্যারের রোগমুক্তির জন্য পরিবার সবার প্রার্থনা চান যেন সুস্থ্য হয়ে তিনি আবারো আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
(ছবি: হেমন্ত আই কোড়াইয়ার ফেসবুক পেজ থেকে ।)
এসএস/এসআর/আরপি/২৩ জুন, ২০১৭