শিরোনাম :
আতঙ্কের নাম ‘চিকুনগুনিয়া’!
সাম্প্রতিক সময়ের আতঙ্কের আরেক নাম চিকুনগুনিয়া! বর্তমানে ঢাকাসহ বাংলাদেশের সব জায়গায় চিকুনগুনিয়া রোগটি ভয়াবহ আকারে দেখা দিয়েছে। চিকুনগুনিয়া জ্বর নিয়ে আতঙ্কে রয়েছে সাধারন জনগণ।
শনিবার বিকেল ৩টায় (২৪ জুন) ঢাকা ক্রেডিটের বিকে গুড কনফারেন্স হলে চিকুনগুনিয়া জ্বরের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা ক্রেডিটের ডা. মোহাম্মদ আলী আমীন ঢাকা ক্রেডিট কর্মীদের সাথে চিকুনগুনিয়া নিয়ে আলোচনা করেন।
এ সময় ডা. আমীন চিকুনগুনিয়া কী, কীভাবে ছড়ায়, কোন মাধ্যমে এই ভাইরাস জ্বরটি হয়, কোন মশার কামড়ে হয়, এই জ্বরের উপসর্গ, প্রতিকার নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, মূলত এডিস মশার (স্ত্রী মশা) কামড়ে এই জ্বরটি হয়। এই মশার কামড়ে চিকুনগুনিয়া বা ডেঙ্গু উভয় জ্বরই হতে পারে। মূলত দিনের বেলায় যে মশাগুলো কামড়ায় তাতেই এই জ্বর হওয়া সম্ভাবনা থাকে।
চিকুনগুনিয়ার হাত থেকে বাঁচতে তিনি সকলকে মশারি, জানালায় নেট এবং ক্রীম ব্যবহার করার পরামর্শ দেন। এছাড়াও বাসার আসে-পাশের নর্দমা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন তিনি।
আরবি/আরপি/ ২৪ জুন, ২০১৭