শিরোনাম :
সম্মানের শিখরে উন্নয়নের মানুষ গাব্রিয়েল কস্তা
রবীন ভাবুক : পোপের বিশেষ সম্মাননা লাভ করলেন রাজশাহীর শ্রদ্ধেয় গাব্রিয়েল কস্তা। একের পর এক সুখবর বাংলাদেশের জন্য ২০১৬ সাল হয়ে উঠেছে আনন্দের বছর। এবার রাজশাহীর সাথে যুক্ত হলো “ক্রস অব অনার” বা সম্মানের ক্রুশ পদক।
২২ অক্টোবর, রোববার রাজশাহীর বনপাড়ায় গাব্রিয়েল কস্তার হাতে পোপের বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন রাজশাহীর বিশপ জের্ভাস রোজারিও। পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের পক্ষ থেকে উন্নয়ন কর্মী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক গাব্রিয়েল কস্তার নিকট “সম্মানের ক্রুশ” পদক হিসেবে স্বর্ণের মেডেল এবং সনদ তুলে দেন বিশপ জের্ভাস। এসময় বনপাড়া মিশনসহ অন্যান্য এলাকার অসংখ্য মানুষ উৎসাহ নিয়ে পৃরস্কার প্রাপ্তির খ্রিস্টযাগে অংশ নেয়।
এই সম্মানের প্রাপ্তির বিষয়ে বিশপ জের্ভাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাব্রিয়েল কস্তা এই সম্মাননা পাওয়ার যোগ্য। তাঁর প্রাপ্তি আমাদের রাজশাহীর জন্য গৌরব বয়ে এনেছে। জনগণও আগ্রহ নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে। জনগণ এই প্রাপ্তিতে সুখি। গাব্রিয়েল কস্তার কর্মজীবন নিয়ে তিনি বলেন, গাব্রিয়েল কস্তা বৃহত্তর রাজশাহী এবং দিনাজপুরে অনেক কাজ করেছেন। তিনি সমাজ উন্নয়নে এবং শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন তা স্মরণীয়।
গাব্রিয়েল কস্তা পুরস্কার প্রাপ্তির পর অনুভূতি জানিয়ে বলেন, “এই সম্মাননা পাওয়ার পেছনে আমার একার কোনো কৃতিত্ব নয়, এই সম্মান আমাদের সবার স্বীকৃতি। আমি কখনোই এর আনন্দ একা অনুভব করতে পারছি না।”
১৫ জানুয়ারি, ১৯৪৭ গাব্রিয়েল কস্তার জন্মগ্রহণ করেন। ১৯৬৯-৮৫ সাল প্রর্যন্ত সেন্ট যোসেফস্ হাইস্কুল, বনপাড়ায় শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। ১৯৮৬-৮৯ দিনাজপুর শিক্ষা কমিশনের সেক্রেটারি ও স্কুল সুপারিটেন্ডেন্ট; ১৯৯০-৯৮ সালে দিনাজপুর ও রাজশাহীর শিক্ষা কমিশনের সেক্রেটারি ও স্কুল সুপারিটেন্ডেন্ট; ১৯৯৯-২০০৭ কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক; ২০০৭-২০০৯ সেন্ট লুইস হাইস্কুল, বোর্ণীর প্রধান শিক্ষক; ২০০৯ এপ্রিল- ২০১৪ অক্টোবর পর্যন্ত সেন্ট পিটার্স একাডেমির এডমিনিস্টেটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।
“ক্রস অব অনার” বা সম্মানের ক্রুশ পদক
ল্যাটিন শব্দ Pro Ecclesia et Pontifice (Cross of Honour), ইংরেজী প্রতিশব্দ For the Church and Pope । ১৮৮৮ সালে, ১৭ জুলাই পোপ ত্রয়োদশ লিওর যাজকীয় জীবনের স্বর্ণ জয়ন্তী পালনের সময় যারা ভাতিকানের এই উৎসব সফল করতে অবদান রাখেন, তাদের কাজের স্বীকৃতিস্বরূপ প্রথম এই সম্মাননা প্রদান করা হয়। ভাতিকান পোপ কর্তৃক প্রদত্ত সম্মাননাই খ্রিস্টজনগণের জন্য সর্বোচ্চ সম্মাননা।
উল্লেখ্য, ১৯ আগস্ট, ২০১৬ প্রয়াত সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এবং কারিতাসের সাবেক নির্বাহী পরিচালক ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও একই পদকে ভূষিত হন।
আরবি/আরপি- ৩১ অক্টোবর, ২০১৬