ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ৪৬ রানে জয় পেল মথুরাপুর ‘রাইডার্স’

৪৬ রানে জয় পেল মথুরাপুর ‘রাইডার্স’

0
1085

২৮ জুন ফাইনাল ম্যাচের দিয়ে সমাপ্ত হলো প্রথমবার আয়োজিত মথুরাপুর প্রিমিয়ার লীগ। তরুণ ক্রিকেটার তৈরি ও মাদকমুক্ত যুব সমাজ গড়ার লক্ষ্যে পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ধর্মপল্লীর ৬০ ক্রিকেটার নিয়ে ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

পাঁচ দলের পাঁচ আইকন খেলোয়াড় মানিক কস্তা, মিলন কস্তা, প্লাসিড গমেজ, ভিকি গমেজ ও জনি রোজারিও। গ্রুপ পর্বে পাঁচটি দল প্রতিটি দলের সাথে একটি করে ম্যাচের মুখোমুখি হয়ে হয়। জনি রোজারিও’র মথুরাপুর রাইডার্স চার ম্যাচে জয়ী হয়ে পয়েন্টের শীর্ষ অবস্থান করে ফাইনালে ওঠে। পয়েন্ট তালিকায় ২য় ও ৩য় অবস্থানে থাকা মানিক কস্তার মথুরাপুর এভারগ্রীন ও প্লাসিড গমেজের মথুরাপুর ভিক্টোরিয়াস ম্যাচে জয়ী হয়ে এভারগ্রীন ফাইনালে ওঠে।

এদিকে ২৮ জুন উদীয়মান ক্রিকেট তারকা শাওন রোজারিও’র বাবার আকস্মিক মৃত্যুতে ক্রিকেটাররা হাতে কালো ব্যাজ পড়ে খেলে। টস হেরে প্রথমে ব্যাট করে মথুরাপুর ‘রাইডার্স’ দল। নির্ধারিত ১০ ওভারে ১০৩ রান করেন। ১০৪ রানের টার্গেটের নেমে ‘এভারগ্রীন’ ৫৮রানে অলআউট হলে ‘রাইডার্স’ ৪৬রানে জয়ী হয়।

টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ-জুয়েল গ্রেগরী, ম্যান অব দ্য সিরিজ-জনি রোজারিও, সেরা বোলার সেতু গমেজ এবং সেরা ব্যাটসম্যান বিবেচিত হন জনি রোজারিও।

আরপি/আরবি/২৯ জুন, ২০১৭