শিরোনাম :
পালন করা হলো ঢাকা ক্রেডিটের ৬২তম জন্মদিন!
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিটের) ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রার্থনা, শ্রদ্ধা নিবেদন এবং আনন্দ সহকারে পালন করা হয়েছে।
আজ সকাল ৬টায় (৩ জুলাই) তেজগাঁও জপমালা রাণীর গির্জায় খ্রীষ্টযাগ, প্রয়াত কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঢাকা ক্রেডিটের জন্মোৎসব পালন করা হয়।
জুডিসিয়াল ভিকার ড. ফাদার মিন্টু এল. পালমার খ্রিষ্টযাগ উৎসর্গের মাধ্যমে ঢাকা ক্রেডিটের সর্বাঙ্গিন মঙ্গল কামনা করা হয়। এ সময় ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, প্রাক্তন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, বর্তমান কর্মকর্তাসহ ঢাকা ক্রেডিটের কর্মীবৃন্দ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ফাদার মিন্টু ঢাকা ক্রেডিটের বর্তমান অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ৬২ বছর পূর্বে আর্চবিশপ লরেন্স এল. গ্রেণারের অনুপ্রেরণায় ফাদার চার্লস জে. ইয়াং ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠা করেন। মাত্র ৫০ জন সদস্য ও সামন্যতম মূলধন আজ ৪০ হাজার সদস্যে এবং ৫শ কোটির টাকার মূলধনে এসে দাঁড়িয়েছে। একটি ছোট বীজ এখন একটি বড় বটগাছে পরিনত হয়েছে।
তিনি বর্তমান বোর্ডের প্রশংসা করে বলেন, বর্তমান বোর্ড দক্ষতা এবং সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে চলেছে। পূর্বের তুলনায় বর্তমানে তাদের অর্জন অনেক বেশি।
এ দিন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট গোমেজ বলেন, ‘আজ ঢাকা ক্রেডিটের জন্মদিন, ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের জন্য একটি বিশেষ আনন্দের দিন।’
এ সময় তিনি ঢাকা ক্রেডিটের পথ চলার প্রথম পর্যায়ের কিছু বিষয় তুলে ধরেন।
প্রাক্তণ প্রেসিডেন্ট রোজারিও বলেন, দেখতে দেখতে ঢাকা ক্রেডিট ৬২ বছর পূর্ণ করেছে। সেদিনের ছোট ক্রেডিট এখন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর ক্রেডিট ইউনিয়ন।
তিনি এ সময় ঢাকা ক্রেডিটের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ দিন খ্রিষ্টযাগ শেষে ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ফাদার চার্লস জে. ইয়াং সিএসসি এবং প্রয়াত কর্মকর্তা প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় ডানিয়েল কোড়াইয়া, প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় টি ডি রোজারিও, প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় অরুণ বার্ণাড ডি’কস্তা, প্রাক্তন প্রেসিডেন্ট স্বর্গীয় গাব্রিয়েল মানিক গোমেজ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট স্বর্গীয় আরনল্ড অরুণ গমেজ, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট স্বর্গীয় আলেকজান্ডার রোজারিও, প্রাক্তন সেক্রেটারি স্বর্গীয় খ্রীষ্টফার গমেজ, প্রাক্তন সেক্রেটারি স্বর্গীয় এন্ড্র্রু ডি’কস্তা, প্রাক্তন ম্যানেজার স্বর্গীয় জন পি কস্তা, প্রাক্তন ট্রেজারার স্বর্গীয় আইজেক গমেজ, প্রাক্তন ট্রেজারার স্বর্গীয় স্ট্যানলী টেনু গমেজের সমাধিতে প্রেসিডেন্ট গমেজ, ফাদার মিন্টু, প্রাক্তণ প্রেসিডেন্ট রোজারিও, অন্যান্য কর্মকর্তা, কর্মীবৃন্দ এবং সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার কল্যাণ কামনা করেন।
ক্রেডিটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয়সহ শাখা কার্যালয়গুলোও সেজেছে নতুন সাজে। কার্যক্ষেত্রে এসেছে উৎসবের আমেজ।
প্রসঙ্গত, ১৯৫৫ সালের ৩ জুলাই ফাদার চালর্স জে. ইয়াং সিএসসি ঢাকার লক্ষ্মীবাজারে ঢাকা ক্রেডিট প্রতিষ্ঠা করেছিলেন।
আরবি/এসআর/৩ জুলাই, ২০১৭