শিরোনাম :
মঠবাড়ীতে ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারনের সেমিনার
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মঠবাড়ী ধর্মপল্লীতে ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশন ও ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের উদ্যোগে শুক্রবার (৭ জুলাই) যুবক-যুবতীদের নিয়ে অনুষ্ঠিত হয় ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ বিষয়ক সেমিনার।
১৯০ জন যুবক-যুবতীদের অংশগ্রহণে সেমিনারটি পরিচালনা করেন নটর ডেম কলেজের অধক্ষ ফাদার ড. হেমন্ত রোজারিও সিএসসি, ফাদার তুষার গমেজ, সাপ্তাহিক প্রতিবেশীর প্রাক্তন সম্পাদক ফাদার জয়ন্ত গমেজ, কালিগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাহী প্রধান মুশফিকুর রহমান, কারিতাস বাংলাদেশের প্রাক্তন নির্বাহী অফিসার ড. আলো ডি’রোজারিও। সেমিনারে আরও উপস্থিত ছিলেন মঠবাড়ী ধর্মপল্লীর পাল-পুরোহিত ভিনসেন্ট বিমল রোজারিও সিএসসি, ফাদার জেভিয়ার পিউরিফিকেশন, ফাদার নয়ন গোসালসহ আরো অনেকে।
সেমিনারের মূলসুর ছিল ‘যুবক-যুবতীদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারক বিষয়ক সেমিনার।’
ফাদার হেমন্ত বলেন, “অনেকে মনে করে চ্যালেঞ্জ ও সমস্যা এক জিনিস। চ্যালেঞ্জ মোকাবেলা না করতে পারাটা একটা সমস্যা। জীবন মানেই চ্যালেঞ্জ। ভেতরের শক্তিকে কাজে লাগানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” এসময় তিনি আরও বলেন, বাবা-মার উপর প্রত্যাশা না করে নিজে কিছু করার চেষ্টা করতে হবে। আমাদের এত ভালো ভালো প্রতিষ্ঠান থাকা সত্বেও আমরা আমাদের প্রতিষ্ঠানে সুযোগ পাই না। তাই আমাদের ভেতরের সত্ত্বাকে জাগ্রত করতে হবে। আর সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সেমিনারে ফাদার তুষার গমেজ আহ্বান বিষয়ে বক্তব্য দেন। তিনি সবাইকে খ্রিষ্টীয় জীবন যাপনের জন্য আহ্বান করেন। তিনি বলেন, “জীবন তখনই সার্থক হবে যখন আমরা অন্যের জন্য কিছু করতে পারবো। তবে ঈশ্বর আমাদের মধ্য দিয়ে কি চান সেটি অবশ্যই ভাবতে হবে।” এ সময় তিনি সাধু ফ্রান্সিস জেভিয়ারের জীবনী সহভাগিতা করেন।
সেমিনারে ফাদার জয়ন্ত মানব জীবনে মিডিয়ার প্রভাব নিয়ে আলোচনা করেন।
আরবি/ আরপি/ ৯ জুলাই, ২০১৭