শিরোনাম :
ঢাকা ক্রেডিটের সদস্য ঊষা ডি’রোজারিও অর্ন্তধামে
ঢাকা ক্রেডিটের সদস্য ঊষা ডি’রোজারিও অর্ন্তধামে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্বামী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
৯ জুলাই, বিকাল ৫টায় তেজগাঁও চার্চে ঊষা ডি’ রোজারিও’র অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। পরে তেজগাঁও চার্চের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। দেশ ও দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার পরেও অবশেষে ক্যান্সারের কাছে তাকে হার মানতে হল।
মনিপুরি পাড়া নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, বোর্ড অব ডিরেক্টর পিটার রতন কোড়াইয়া, মার্সিয়া মিলি গমেজসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ঊষা ডি’ রোজারিও’র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।