শিরোনাম :
গলায় ফাঁস দিয়ে দুই জনের আত্মহত্যা
সাতক্ষীরার কলারোয়ায় শারমিন সুলতানা (২২) নামে একগৃহ বধু ও নুরজাহান বেগম (৭৮) এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার উপজেলার বাঁইতা গ্রামে ও ইলিশপুর গ্রামে পৃথকভাবে এই আত্মহত্যা ঘটনা ঘটে।
শারমিন সুলতানা বুইতা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী ও নুরজাহান বেগম মৃত. আব্দুল আজিজ সরদার এর স্ত্রী।
পারিবারিক সুত্রে জানা যায় যে পারিবারিক অশান্তির জের ধরে শারমিন সুলতানা বুধবার সকাল ৭ টার দিকে ঘরের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন থানায় খবর দিলে থানা থেকে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলান্ত লাশ উদ্ধার করে।
অন্যদিকে বুধবার আনুমানিক ভোর ৪টার দিকে নুরজাহান বেগম নিজ বাড়ির বারান্দার আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সুত্রে জানা যায়, শরীরে যন্ত্রণাজানিত রোগ সইতে না পেরে আত্মহত্যা করেছে নুরজাহান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
আরবি/আরপি/১৩ জুলাই, ২০১৭