ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কাক্কোর আয়োজনে সমবায় সমিতির ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কাক্কোর আয়োজনে সমবায় সমিতির ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

0
527

আজ ১৪ জুলাই (শুক্রবার) মোহাম্মদপুর সিবিসিবিতে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) এর আয়োজনে তিন দিন ব্যাপি সমবায় সমিতির ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের উদ্ধোধন করা হয়। প্রশিক্ষণের আজ ছিল প্রথম দিন।

বক্তব্যে কাক্কো প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, আন্তঃযোগাযোগের জন্য ও খ্রীষ্টান সমবায় সমিতিগুলোর ঋণ খেলাপির তথ্য ও এর হার কমানোর জন্য কাক্কো গড়ে ওঠা। বর্তমানে কাক্কো আর্থিক দিক দিয়ে সাবলম্বী। পেশাদারী নেতৃত্ব ও কর্মীবাহীনি গড়ে তোলা ও মনোভাব পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি, এবং পারর্ফমেন্স বৃদ্ধির জন্য কাক্কোর এই প্রশিক্ষণের আয়োজন।

প্রধান অথিতির বক্তব্যে বিভাগীয় সমবায় কার্যলয়ের ঢাকা বিভাগের যুগ্মনিবন্ধক রুহুল আমিন বলেন, কাককোর আয়োজিত এই প্রথম কর্মশালা কাককোর জন্য মাইলফলক হয়ে থাকবে। দক্ষ ব্যবস্থাপনা পর্ষদে যাওয়ার জন্য এই প্রশিক্ষণ সাহায্য করবে বলে তিনি আশাবাদী।

‘সময় এবং সমবায় সমিতির প্রয়োজনেই কাককোর প্রতিষ্ঠা’ বলেন হাউজিং সোসাইটির প্রেসিডেন্ট আগষ্টিন পিউরিফিকেশন।

তিনি কাককোর প্রতিষ্ঠার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমাদেও খ্রীষ্টান সমবায় সমিতিগুলোর সবকিছু হারানোর ভয় নেই।’

এ সময় রুহুল আমিন, সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ‘ব্যবস্থাপনা, ব্যবস্থাপনার নীতিমালা ও প্রয়োজনীয়তা’ নিয়ে প্রশিক্ষণ দেওয়ার সময় বলেন, পারিবারিক জীবনে সবাই ম্যানেজার। ব্যক্তি, মালিক, সমাজ, প্রতিষ্ঠান প্রতি ক্ষেত্রেই ব্যবস্থাপনা আছে।

এ দিন আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য জেমস্ নিখিল দাস, হাউজিং সোসাইটির সেক্রেটারি বাপ্পি মন্ডল, ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তাসহ আরো অনেক নেতৃবৃন্দ।

প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন খ্রিষ্টান সমবায় সমিতির কর্মী ও ব্যবস্থাপনা পর্ষদের ব্যক্তিবর্গ। ১৪ জুলাই থেকে শুরু হওয়া প্রশিক্ষণ চলবে ১৬ জুলাই পর্যন্ত।

আরবি/আরপি/১৪ জুলাই, ২০১৭