শিরোনাম :
ক্রেডিট ইউনিয়নের শিক্ষা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে
শেষ হল কাককোর (দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস) ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ। কাককো আয়োজিত তিন দিনব্যাপী (১৪-১৬ জুলাই) সমবায় ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ঢাকার মোহাম্মদপুরে সিবিসিবি সেন্টারে শেষ হয়েছে।
সমাপনী দিনে ড. ফাদার লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
তিনি বলেন, আশা করি কাককো কালবের মতো হবেনা। মানুষের আশা আঙ্খাকার প্রতিদান দেবে। কাককো উত্তরোত্তর উত্তমের দিকে যাত্রা করবে সেই প্রত্যাশা সবারই।
তিনি আরো বলেন, ক্রেডিট ইউনিয়ন আশার আলো। এ ব্যাপারে ছেলেমেয়েদের গাইড দিয়ে ক্রেডিট ইউনিয়নের সাথে যুক্ত করা গেলে তাদের উন্নত জীবন নিশ্চিত হবে। তিনি অভিজ্ঞতার পাশাপাশি জ্ঞান ভিত্তিক ক্রেডিট ইউনিয়ন গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, অভিজ্ঞতা ও জ্ঞান এ দুয়ের সমন্বয়ে ক্রেডিট ইউনিয়ন একটি সুখী ও সমৃদ্ধশালী ক্রেডিট ইউনিয়ন গড়তে সহায়তা করবে। ক্রেডিট ইউনিয়নের শিক্ষা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে এগিয়ে গেলে লক্ষ্য অর্জিত হবেই।
কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, আপনারা প্রত্যেকে কাককোর দূত। নিজ নিজ ক্রেডিট ইউনিয়ন ও এলাকায় গিয়ে আপনারা কাককোর কথা বলবেন। ক্রেডিট ইউনিয়নগুলোতে পেশাদার মানুষের ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমবায় সমিতিগুলোতে দক্ষ ও পেশাদার মানুষের অভাব রয়েছে। এ সমস্যা দূরীকরণে কাককো পর্যায়ক্রমে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
অন্যান্যদের মধ্যে কাককোর কোষাধ্যক্ষ জেমস নিখিল দাশ, পরিচালক ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন ও সিইওসহ কাককো’র সদস্য ১০টি সমবায় সমিতির বিভিন্ন পর্যায়ের ৩০ জন নেতৃবৃন্দ এই প্রশিক্ষণে যোগ দেন।
আরবি/এসএন/আরপি/১৭ জুলাই, ২০১৭