শিরোনাম :
জীবনমান উন্নয়নে ‘খ্রিষ্টমন্ডলীর ভক্তজনগণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স’
‘সমাজের বিভিন্ন দায়বদ্ধতা থেকে আমাদের কাজ করে যেতে হয়। আপনারা আজ এখানে যারা রয়েছেন, তারাও লিডারশিপ বা নেতৃত্ব দিবেন’ বলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
সিবিসিবি খ্রিষ্টভক্তজনগণ বিষয়ক কমিশনের আয়োজনে ‘খ্রিষ্টমন্ডলীর ভক্তজনগণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ অনুষ্ঠানে সেক্রেটারি পংকজ আরো বলেন, সমাজের উন্নয়নের চিন্তায়ই ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠা হয়েছে। পূর্বে ঢাকা ক্রেডিট শুধু ঋণ দেওয়া নেওয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল, সময়ের প্রয়োজনে এবং উন্নত জীবনের তাগিদে ঢাকা ক্রেডিট অর্থনৈতিক, সমাজিক এবং মান্ডলিক বিষয়ের সবদিকে কাজ করে যাচ্ছে। কর্মস্থান সৃষ্টি, জনগণের অর্থনৈতিক চাহিদা পূরণ, সর্বোপরি নিরাপদ জীবনমান বির্নিমাণের জন্যই ঢাকা ক্রেডিট।
রাজধানীর মোহম্মদপুর সিবিসিবি সেন্টারে ১৮-২১ জুলাই পর্যন্ত এই কমিশন ৬ষ্ঠ ব্যাচের কোর্স পরিচালনা করছে। সারা বাংলাদেশের বিভিন্ন ধর্মপ্রদেশীয় ব্যক্তিবর্গ এই কোর্সে অংশ নেয়।
বৃহস্পতিবার (২০ জুলাই) খ্রিষ্টান সমাজের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান এবং সংগঠনের নেতৃবৃন্দের সাথে প্রশিক্ষণার্থীরা মিলিত হন। ঢাকা ক্রেডিটের সেক্রেটারি এ সময় ঢাকা ক্রেডিটের বিভিন্ন গতিশীল প্রকল্প, চলমান প্রকল্প এবং পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে আলোচনা করেন।
এদিন আলোচনায় অংশ নেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকার (ঢাকা ক্রেডিট) সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, মানবাধিকার কর্মী সঞ্জীব দ্রং, বিসিএসএম’র পক্ষ থেকে উইলিয়াম নকরেক, তেজগাঁও চার্চের প্যারিস কাউন্সিলের সেক্রেটারি কাকলী রোজারিও প্রমুখ।
অনুষ্ঠানে নির্মল রোজারিও বলেন, ‘কোনো অধিকার রাজনীতি ছাড়া পূরণ হয় না। কোনো না কোনো রাজনৈতিক প্লাটফর্মে এসে অধিকার সংরক্ষণ করতে হয়। তাই আমাদের সকলেরই রাজনৈতিক চর্চা করতে হয়।’ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন দেশে খ্রিষ্টান জনগণের অধিকার নিয়ে আন্দোলন করে যাচ্ছে।
এ সময় তিনি এসোসিয়েশনের বিভিন্ন দাবি এবং আন্দোলনের বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়াও অন্যান্য বক্তারা সামাজিক এবং মান্ডলিক জীবনে নেতৃত্ব এবং বিকাশ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ‘সমাজ জীবনে যেমন টিকে থাকতে হয়, তেমনি মান্ডলিক জীবনেও রয়েছে আমাদের মূল্যবোধসম্পন্ন জীবন যাপনের শিক্ষা। আমাদের নিজেদের বিকাশ ঘটাতে হলে, তা নিয়ে নিয়মিত চর্চা চালিয়ে যেতে হয়।’
তিন দিনের কোর্সে ভক্তজনগণ বিষয়ক নেতৃত্ব, দায়িত্বশীলতা, উন্নতজীবনসহ সামাজিক নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে শুরু হওয়া ‘খ্রিষ্টমন্ডলীর ভক্তজনগণ বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ শুক্রবার (১৮-২১ জুলাই) পর্যন্ত চলবে।
আরবি/আরপি/ ২০ জুলাই, ২০১৭