ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ধোবাউড়ার ভালুকাপাড়ায় ছাত্র সম্মেলন এবং কাউন্সিল

ধোবাউড়ার ভালুকাপাড়ায় ছাত্র সম্মেলন এবং কাউন্সিল

0
951

শুক্রবার (২৮ জুলাই) ময়মনসিংহের ধোবাউড়ার ভালুকাপাড়ায় গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) ধোবাউড়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় ছাত্র সম্মেলন, কাউন্সিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জুয়েল আরেং এমপি। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন- গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপুন মানখিন, সাধারণ সম্পাদক অমিয় আরেং, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি, লেখক ও গবেষক অরন্য ই. চিরান, গাসু কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রিন্স ডি. সাংমা, ধোবাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, ধোবাউড়া আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের আহ্বায়ক পার্থ রেমার সভাপতিত্বে ‘নব উদ্যমে নব জাগরণে যুব সমাজের জয়গান’ মূলসুরে সম্মেলন এবং কাউন্সিল অনুষ্ঠিত হয়।

02এ সময় গাসুর কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপুন মানখিন বলেন, “প্রত্যেকের মাঝে প্রতিভা ও পারদর্শিতা নিহিত থাকে। কলসিন্দুরের ফুটবলার মেয়েরাই আমাদের উদাহরণ। কাজেই অভিভাবকদের উচিত সন্তানদের উৎসাহ, সাহস, অনুশীলন করার জন্য অনুপ্রেরণা দেওয়া। আর সংগঠন করার মাধ্যমেই নিজেদের প্রতিভার বিকাশ করা সম্ভব।”

ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্শেল চিছাম বলেন, “দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীর উচিত সুশিক্ষা ও নৈতিক শিক্ষা গ্রহণ করা। আর এর জন্য পড়াশোনার পাশাপাশি সভা, সংগঠন, সেমিনারের মাধ্যমে তরুণ নেতৃত্ব গঠন করা জরুরি। কারণ তরুণরাই পারবে এই ঘুণে ধরা সমাজটাকে বদলাতে।”

সাংসদ জুয়েল আরেং বলেন, “বিগত দশ বছরের তুলনায় বর্তমানে মান্দি সমাজে শিক্ষিতের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে মান্দি সমাজে তরুণ নেতৃত্ব আসার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে ছাত্র-ছাত্রীদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা ঠিক থাকলে সবকিছুই ঠিক থাকবে।”

এ সময় বিভিন্ন দাবি-দাওয়া পুরণের জন্য আশ্বাস প্রদান এবং পুনরায় এই সরকারকে ক্ষমতায় নিয়ে আসার জন্য সবার কাছে আহ্বান জানান সাংসদ জুয়েল আরেং।

আরবি/আরপি/৩১ জুলাই, ২০১৭