ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মনসিংহে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ময়মনসিংহে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

0
262

রোববার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন, সদর ময়মনসিংহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করে।

ময়মনসিংহের সদর উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব খলিলুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমদ। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ময়মনসিংহ শহর শাখার চেয়ারম্যান জনাব হিল্লোল নকরেক, সেক্রেটারি জনাব অরন্য ই. চিরান প্রমুখ। এ সময় শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকও উপস্থিত ছিলেন।

01এ বছর কেজি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ুয়া মোট ২৫০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব খলিলুর রহমান বলেন, “আমাদের এই বৈচিত্র্যময় দেশে বিভিন্ন ধরনের জাতি-গোষ্ঠীর বসবাস। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এদেশে সবার সমান অধিকার রয়েছে। তাই আমাদের সকলকে নিয়ে সমানতালে সামনে এগিয়ে যেতে হবে। যারা পিছিয়ে আছে তাদেরকে সাহায্য করতে হবে।”

“যুগ পরিবর্তনের সাথে সাথে যারা নিজেদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী খাপ খাইয়ে নিতে পারে, তারাই উত্তম শিক্ষা পেয়ে থাকে” বলেন জেলা প্রশাসক রহমান।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমদ বলেন “পিছিয়ে পড়া জাতি-গোষ্ঠীর জন্য সরকার কর্তৃক ২৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এটা দিয়ে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম করা হবে। এইবারের তুলনায় পরের বছর হয়তো আরো বেশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে এই প্রত্যাশা করি।”

ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ময়মনসিংহ শহর শাখার চেয়ারম্যান জনাব হিল্লোল নকরেক বলেন, “ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ৃয়া প্রায় দুই হাজারেরও বেশি আদিবাসী শিক্ষার্থী রয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দকৃত অর্থ স্বল্প থাকায় সবার জন্য এ বছর বৃত্তি প্রদান করা সম্ভব হয়নি। পরবর্তী বছরে আমরা সরকারের কাছে আরো বেশি বরাদ্দের জন্য আবেদন জানাবো।’

হিল্লোল বলেন, “শিক্ষা উপকরণ ক্রয়, বেতন প্রদান ইত্যাদি খরচের জন্য এই শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। আশা করি ছাত্রছাত্রীদের জন্য এটা কিছুটা হলেও উপকারে আসবে।”

ডিসিনিউজ/আরবি/আরপি/২ আগস্ট, ২০১৭