ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজধানীতে বিশুদ্ধ পানির এটিএম

রাজধানীতে বিশুদ্ধ পানির এটিএম

0
458

01ব্যাংকিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এটিএম বুথ। যার মাধ্যমে গ্রাহকরা যেকোনো জায়গার বুথ থেকে সহজেই টাকা তুলতে পারছেন। তবে এবার খাবার পানিও মিলছে এটিএম বুথের মাধ্যমে। নির্ধারিত বুথে এটিএম কার্ড ঢুকালেই পাইপ থেকে বেরিয়ে আসবে পানি। রাজধানী ঢাকাতেই চালু হয়েছে অভিনব এই পদ্ধতি।

পানি নিতে আসা নূর মুহম্মদ জানান, তিনি এটিএম বুথ থেকে প্রতিদিন পানি সংগ্রহ করেন। আগে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে পানি সংগ্রহ করতেন । তবে এখন আর সেই ঝামেলা নেই। কার্ড পাঞ্চ করে সহজেই পানি সংগ্রহ করতে পারছেন। কার্ডে ২০০ টাকা রিচার্জ করলে তার পরিবার ১ মাস চলে যায়।

02ফকিরাপুল এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন বলেন, ‘লাইনের পানিতে, সাপ্লাইয়ের পানিতে গন্ধ থাকে। ওই পানিগুলা আমাদের এখানে কেউ খায়না । তাই এখান থেকে পানি নেই। কোন গন্ধ নাই। এটা ভালো পানি। ফুটাতে হচ্ছে না, সার্ভিসটা খুব ভালো।’

ফকিরাপুল পানির পাম্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, গত বছরের ৬ অক্টোবর এটি উদ্বোধন করা হয়। এ এলাকার মানুষের পানির সমস্যা সমাধানে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বুথ খোলা থাকে। প্রতিদিন প্রায় ৪০০-৫০০ মানুষ এই বুথ থেকে পানি ক্রয় করে থাকেন। বিকেলের দিকে এখানে মানুষের ভিড় বাড়তে থাকে।

বর্তমানে এক হাজার দুইশত জন কার্ডধারী এই বুথ থেকে খাবার পানি সংগ্রহ করছেন বলে জানান এটিএম কর্মী।

ডিসিনিউজ/আরবি/আরপি/২ আগস্ট, ২০১৭