ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সানতলায় পবিত্র পরিবারের নতুন গির্জা এবং তীর্থস্থান

সানতলায় পবিত্র পরিবারের নতুন গির্জা এবং তীর্থস্থান

0
675

সাতক্ষীরা সানতলা গ্রামে শুভ উদ্বোধন করা হলো পবিত্র পরিবারের গির্জা এবং তীর্থস্থান।

খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেন বৈরাগী ফিতা কেটে গির্জাঘর এবং তীর্থস্থানের উদ্বোধন করেন। এ সময় আরো ছিলেন, ফাদার লরেন্স ভালতি, ফাদার আনান্দ মন্ডল, ফাদার লুইজি পাজ্জি, ফাদার মেলেসিও, কারিতাস খুলনার আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশস আরো অনেকে। অনুষ্ঠনটি সঞ্চালনা করেন আনন্দ দাশ।

খ্রিষ্টভক্তরা এ বিষয়ে বলেন, ‘এই শুভ দিন সাতক্ষীরা ধর্মপল্লীর সানতলা গ্রামবাসীদের বহু দিনের আশা আকাঙ্খা এবং স্বপ্ন ছিল। যদিও আমরা কখনো কল্পনা করতে পারিনি যে, আমাদের গ্রামে এতো সুন্দর একটি গির্জাঘর ও তীর্থাস্থান হবে।

খুলনার বিশপ বৈরাগী বলেন, ‘আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। আগে এখানে খুব ছোট একটি গির্জাঘর ছিল, যেখানে মানুষ খুব কম ধরতো এবং বৃষ্টির পানি পরতো। এখন আর আপনাদের এই সমস্যাগুলো হবে না।’ বিশপ বৈরাগী গির্জাঘর এবং তীর্থস্থান রক্ষাণাবেক্ষণের জন্য সবাইকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

ফাদার লরেন্স ভালতির ইতালী এবং জার্মানীর তার বন্ধুদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই গির্জা নির্মাণের উদ্যোগ নেন। তার অপরিসীম পরিশ্রমের ফলে সানতলার নতুন গির্জাটি ৪ আগস্ট (শুক্রবার) উদ্বোধন করা হয়।

 

 

আরবি/আরপি/৬ আগস্ট, ২০১৭