শিরোনাম :
রাজশাহীতে ‘আন্তর্জাতিক আদিবাসী দিবস’ পালন
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস।
রাজশাহী কারিতাস অঞ্চল ও আদিবাসী সামাজিক সংগঠনের আয়োজনে দিনব্যাপী দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সকাল সাড়ে ১০টায় স্কুল কলেজের ছাত্রছাত্রী ও বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষের অংশগ্রহণে দানীপুকুর সাধু পলস্ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে কোসারপাড়া বাজার হয়ে বিদ্যালয় মাঠে সমবেত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নঁওগা–১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার, পোশরা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আনারুল হক, ঠাওরালেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফকরুদ্দিন আলী আহমেদ ও আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আদিবাসী সম্প্রদায়ের অধিকার নিয়ে আমাদের ভাবতে হবে।আদিবাসীদের ভাষা, কৃষ্টি–সংস্কৃতি রক্ষার ও চর্চার জন্য একাডেমীর করা হবে ।‘
ভূমিহীন আদিবাসীদের ভূমি পুনর্বাসনের দাবিও জানান হয় এ আলোচনা সভায় ।
আরবি/আরপি/১১ আগস্ট, ২০১৭