শিরোনাম :
মধুপুরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
টাংগাইল মধুপুরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জাতির জনক বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী।
মঙ্গলবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত পরিবারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মধুপুরের স্থানীয় প্রতিনিধি বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
বঙ্গবন্ধুর ৪২তম শাহাদৎ বার্ষিকী পালনে এ বছর জাতীয় ও জেলা পর্যায়ে নেওয়া হয়েছে নানা রকম কর্মসূচী।
মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধুপুর অডিটরিয়াম (থানা মোড়) চত্বরে এসে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পাস্তবক অর্পণ করে নেতৃবৃন্দ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী কর্মময় জীবন সম্পর্কে এ সময় তারা স্মৃতিচারণ করেন।
উপজেলা প্রশাসন মধুপুর অডিটরিয়াম কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মধুপুর টাংগাইলের উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্রনাথ বিশ্বাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, উপজেলা চেয়ারম্যান জনাব মো. আব্দুল ছারোয়ার আলম খান আবু, ভাইস-চেয়ারম্যান জনাব মো. হেলাল উদ্দিন, মহিলা ভাইস-চেয়ারম্যান, মোছা. নাজমা বেগম, মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, মেয়র জনাব মো. মাসুদ পারভেজসহ আরো অনেকে।
আরবি/আরপি/১৫ আগস্ট, ২০১৭