শিরোনাম :
নাগরী গির্জার পর্ব পালন: টলেন্টিনুর সাধু নিকোলাস
প্রার্থনাপূর্ণ পরিবেশ এবং আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে পালন করা হলো নাগরী গির্জার এবং প্রতিপালকের পর্ব।
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার নাগরী ধর্মপল্লীতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ‘টলেন্টিনুর সাধু নিকোলাসের পর্ব।’ এবং গির্জার পর্বের দুটি খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। পর্বের খ্রিষ্টযাগগুলো উৎসর্গ করেন ড. ফাদার মিন্টু লরেন্স পালমা। আরও উপস্থিত ছিলেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার জয়ন্ত গমেজ, ফাদার জেভিয়ার পিউরিফিকেশন, ফাদার অমল ডি’ ক্রুশ, ফাদার ভিন্সেন্ট বিমল রোজারিওসহ আরও অনেকে।
খ্রিস্টযাগে ফাদার মিন্টু বলেন, “কোনো একটি ধর্মপল্লীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হল ধর্মপল্লীর পর্ব দিন। তবে আজকের তারিখের দিনটি মণ্ডলীতে বিভিন্নভাবে পালিত হয়। কারণ আজকের দিনটি মা মারীয়ার জন্মদিন হিসেবে পালিত হয়, আবার আরোগ্যদায়িনী ভেলেঙ্কিনী মায়েরও পার্বণ। আবার পালিত হচ্ছে টলেন্টিনুর সাধু নিকোলাসের পার্বণ। আজকের এই দিনটি মূলত অনুগ্রহ লাভের দিন। মণ্ডলীতে ১৩ জন সাধু নিকোলাস রয়েছেন। তবে এই সাধু নিকোলাসকে টলেন্টিনুর সাধু নিকোলাস বলা হয়, কারণ টলেন্টিনু একটি জায়গার নাম, আর সাধু মারা যাবার আগে পর্যন্ত ৩০ বছর সেখানে বিভিন্ন সেবার কাজে নিয়োজিত ছিলেন।”
তিনি আরও বলেন, সাধু নিকোলাস অন্য সাধুদের থেকে অনেক বেশি জনপ্রিয়। কারণ তিনি আলাদাভাবে জীবন যাপন করতেন। তিনি সবসময় নিরামিষভোজী ছিলেন এবং পাপী মানুষের মন পরিবর্তনের জন্য না খেয়ে অনেক ত্যাগস্বীকার করেছেন। তিনিই একমাত্র সাধু, যাকে সাধু ঘোষণা করার সময় ৩০০ অলৌকিক কাজ প্রকাশিত হয়।
এ সময় ফাদার বলেন, “টলেন্টিনুর সাধু নিকোলাস ছোট ছোট ছেলে-মেয়ে, অসুস্থ জীব-জন্তু, নৌ পথের যাত্রী ও মধ্যস্থানের আত্মাদেরও প্রতিপালক।”
খ্রিস্টযাগ শেষে ফাদার জয়ন্ত গমেজ সকলকে পর্বীয় শুভেচ্ছা জানান।
পর্বে নাগরী ধর্মপল্লীসহ আশেপাশের ধর্মপল্লী থেকে খ্রিষ্টভক্তরা যোগদান করেন।
আরবি/আরপি/৯ সেপ্টেম্বর, ২০১৭