ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৮ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

পৃথিবীর দিকে ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়

0
863

সূর্য থেকে নির্গত একটি শক্তিশালী সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১০টা ৩৮ মিনিটে এ ঘটনা পর্যবেক্ষণ করে সংস্থাটি। একই দিনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সূর্য থেকে আরেকটি মাঝারি মাত্রার সৌরতরঙ্গ নির্গত হওয়ার খবর পাওয়া যায়। তবে এর চার ঘণ্টা ব্যবধানে আরেকটি সৌরতরঙ্গ নির্গত হওয়ার কথা জানান গবেষকরা। ধারণা করা হচ্ছে আগেরটির তুলনায় এটি অনেক বেশি শক্তিশালী।

সূর্যের চৌম্বক ক্ষেত্রের দিক পরিবর্তন বা অবস্থার পরিবর্তন ঘটলে সূর্যের পৃষ্ঠ থেকে অতি উজ্জ্বল কিছু আলোর বিকিরণ ঘটে। একেই সৌরঝড় নামে আখ্যায়িত করা হয়। সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত তথ্যে জানা যায়, পৃথিবীতে এ সৌরঝড়ের প্রভাব আজ শনিবার পরিলক্ষিত হবে। বিশেষ করে পৃথিবীর মেরু অঞ্চলে এ ধরনের সৌরঝড়ের প্রভাব বেশি দেখা যায়।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, এই সৌরঝড়ের প্রভাবে বিদ্যুৎ-ব্যবস্থা, ইন্টারনেট, ভূ-উপগ্রহের পরিভ্রমণ ও প্লেন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে এর প্রভাবে মেরু অঞ্চলে দৃষ্টিনন্দন আরোরা বা মেরুপ্রভা দেখতে পাবে সেখানকার মানুষ।

 

 

আরবি/আরপি/১০ সেপ্টেম্বর, ২০১৭