ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আমাদের আরো বেশি প্রার্থনা করা উচিত: HIAAB- এর ‘The Day Of Prayer’

আমাদের আরো বেশি প্রার্থনা করা উচিত: HIAAB- এর ‘The Day Of Prayer’

0
776

‘অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজ কর (মথি ২৮:১৯ পদ)’ প্রভু যিশুর শেষ আদেশ পালনে `Your Last Command, Is Our Main Concern’ প্রতিপাদ্য নিয়ে Haggai International (HI) -এর লীডারগণ ১৯৬৯ সাল থেকে কাজ করে যাচ্ছেন। এটি একটি আন্তর্জাতিক আন্তঃমান্ডলিক সংগঠন।

মূলত Haggai-এর অঙ্গ সংগঠন হলো Haggai Institute Alumni Association of Bangladesh (HIAAB)। এই প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ঈশ্বরের বাণী প্রচারের জন্য প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব তৈরি করে থাকে।

02Haggai পৃথিবীব্যাপী ১৫ সেপ্টেম্বর প্রার্থনা দিবস হিসেবে পালন করে। বাংলাদেশ HIAAB একই প্রার্থনা দিবস পালন করে থাকে। তবে HIAAB এই বছর ১৬ সেপ্টেম্বর প্রার্থনা দিবস পালন করেছে। ১৫ সেপ্টেম্বর প্রার্থনা দিবস হওয়ার কারণ হলো ১৯৬৯ সালের ১৫ সেপ্টেম্বর সুইজারল্যান্ডে প্রথম Haggai-এর সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, তাই সে দিনের সাথে মিল রেখেই এই দিনকে প্রার্থনা দিবস হিসেবে পালন করা হয়।

HIAAB বিগত ১২-১৬ সেপ্টেম্বর, ২০১৭ ঢাকার মোহম্মদপুর সিবিসিবি সেন্টারে ৫ দিনের জাতীয় সেমিনারের আয়োজন করে। মূলসুর ছিল ‘আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ কর, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে (২ তীমথিয় ২:২)’। সেমিনারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর উদযাপিত হয় প্রার্থনা দিবস বা ‘The Day of Prayer’। এ দিনের মূলসুর ছিল ‘সদা প্রভু তিনি এই কথা কহেন; তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ বিষয় তোমাকে জানাইবো, যাহা তুমি জান না (যিরমিয় ৩৩:৩)’। এ সময় উপস্থিত ছিলেন HIAAB-এর প্রেসিডেন্ট ড. রাতু জি. সাহা, ভাইস-প্রেসিডেন্ট যোসেফ লরেন্স, সাধারণ সম্পাদক কর্নেল যোসেফ অনিল রোজারিও, বোর্ড অব ডিরেক্টর মার্সিয়া মিলি গমেজ, ড. এডুয়ার্ড পল্লব রোজারিও, এ্যাঞ্জেলা বিশ্বাসসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।

‘The Day of Prayer’-এ প্রেসিডেন্ট রাতু জি. বলেন, ‘প্রার্থনার মাধ্যমে আমরা খ্রিষ্টের সান্নিধ্যে যাই। আমাদের মূল উদ্দেশ্য হলো প্রার্থনা করা। বর্তমান বিশ্বের পরিস্থিতিতে আমাদের অনেক প্রার্থনা করা উচিত। আমরা এখান থেকে ফিরে সকলেই খ্রিষ্টের বাণী প্রচার করবো বলে আশা করছি।’

এ দিন HIAAB-এর সাধারণ সম্পাদক কর্নেল যোসেফ অনিল HIAAB-এর বিভিন্ন কার্যক্রম নিয়ে অংশ্রহণকারীদের সাথে আলোচনা করেন।

ভাইস-প্রেসিডেন্ট যোসেফ লরেন্স ডিসিনিউজকে জানান, Haggai আমেরিকাকেন্দ্রিক একটি প্রার্থনাশীল প্রতিষ্ঠান। ‘প্রতি বছর আমরা দক্ষ খ্রিষ্টীয় নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশে খ্রিষ্টভক্তদের জন্য একটি জাতীয় সেমিনারের আয়োজন করি। অন্য ধর্ম সম্পর্কে অংশগ্রহণকারীরা পার্থক্য বুঝতে পারে। এখান থেকে ফিরে তারা খ্রিষ্টের বাণী প্রচার করে।’

HIAAB-এর জাতীয় সেমিনার এবং The Day of Prayer-এর সমন্বকারীর দায়িত্বে ছিলেন বোর্ড অব ডিরেক্টর মার্সিয়া মিলি গমেজ।

২০১৭-এর ৫ দিনের এই জাতীয় সেমিনারে সারা দেশের ৩৭ জন অংশ নেয়। HIAAB ২০০৭ সাল থেকে বাংলাদেশে জাতীয় সেমিনার আয়োজনের মাধ্যমে খ্রিষ্টীয় নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

আরবি/আরপি/১৬ সেপ্টেম্বর, ২০১৭