শিরোনাম :
পেশাদারি দক্ষতা বৃদ্ধিতে কাককোর প্রশিক্ষণ
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মঠবাড়ী কুচিলাবাড়ী সংলগ্ন ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাক্কো) লিঃ এর আয়োজনে ১৫-১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘সমবায় সমিতির হিসাব ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ।’
ঢাকাসহ আশেপাশের বিভিন্ন সমবায় সমিতির কর্মীদের পেশাদারীভাবে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে ২৮ জন ক্রেডিটকর্মী পেশাদারী প্রশিক্ষণ লাভ করে।
কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাক্কোর নির্বাহী প্রধান ফ্রান্সিস ডি কস্তা, প্রশাসনিক ও অডিট কর্মকর্তা রবার্ট গমেজ এবং ঢাকা ক্রেডিটের সহকারী নির্বাহী প্রধান (এসিইও) লিটন টমাস রোজারিও।
প্রশিক্ষণের বিষয়বস্তু ছিল হিসাবের প্রাথমিক ধারণা গুরুত্ব ও প্রয়োজনীয়তা, জেনারেল লেজার ব্যবহারের প্রয়োজনীয়তা, হাতে কলমে রশিদ বই লেখা, প্রাপ্তি প্রদান, লাভ-ক্ষতি নির্ণয়, উদ্বৃও্ব পত্র, রেওয়ামিল, শেয়ার মাস নির্ধারণ প্রক্রিয়া এবং লভ্যাংশ বণ্টন, চার্ট অব একাউন্টস্, প্রোডাক্ট নির্ণয়, সঞ্চয়ী সুদ নির্ধারণ পদ্ধতি ও বাজেট প্রণয়ন।
প্রশিক্ষক ছিলেন কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও, প্রশাসনিক ও অডিট কর্মকর্তা রবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের এসিইও লিটন রোজারিও ও সমবায় অধিদপ্তরের উপ-সহকারী নিবন্ধক জনাব সাদেকুর রহমান। অংশগ্রহণকারীদের পেশাদারী এবং মান অনুযায়ী প্রশিক্ষনের বিষয়বস্তু সাজানো হয়।
তৃতীয় দিনে সনদপত্র বিতরনের মাধ্যমে প্রশিক্ষণ শেষ হয়। এ দিন সার্টিফিকেট প্রদান করেন কাককোর চ্যাপলেইন ড. ফাদার লিটন গমেজ সিএসসি।
তিনি সার্টিফিকেট প্রদানকালে বলেন, “সমিতির ৩টি মূলধন রয়েছে। সেগুলো হল মানবিক, সামাজিক ও বিশ্বাস। এগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে সমবায় সমিতি গুলোকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতি মাসেই অন্তত ১টি প্রশিক্ষণের আয়োজন করা উচিত। কারণ আমরা যতই শিখব ততোই আমরা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা বুঝতে পারবো। আমাদের দেশের সমিতি গুলোর কার্যক্রম মূলত অভিজ্ঞতা ভিত্তিক। কিন্তু সমিতিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে অবশ্যই কার্যক্রমগুলো জ্ঞানভিত্তিক হতে হবে।
কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, “আমরা অনেক বেশি আনন্দিত কারণ আমাদের মাঝে কাক্কোর চ্যাপলিন ড. ফাদার লিটন উপস্থিত হয়েছেন। এটি আমাদের পক্ষ থেকে আয়োজিত ২য় কোনো প্রশিক্ষণ। আমাদের উদ্দেশ্য মূলত ক্রেডিটের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দক্ষতা ও লিডারশীপ গড়ে তোলা। কর্মক্ষেত্রে ভালো করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই।”
তিনি আরও বলেন পরবর্তীতে ৩০দিন ব্যাপী ডিপ্লোমা কোর্সের আয়োজন করা হবে, যা শুধু সমবায় সমিতিতে নয় বরং ব্যাংকিং সেক্টরেও কাজে লাগবে।
এ সময় সমবায় অধিদপ্তরের উপ-সহকারী নিবন্ধক জনাব মো. সাদেকুর বলেন, “কাজকে ভালোবাসুন। আর আপনারা এখান থেকে যা যা শিখেছেন, তা সবার সাথে গিয়ে সহভাগিতা করবেন। সময় সুযোগ হলে অবশ্যই আরও ট্রেনিং-এ অংশগ্রহণ করবেন।”
এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী অনুভূতি প্রকাশ করে মেবেল ডি’ কস্তা বলেন, “এরকম মনোরম পরিবেশে সময়োপযোগী প্রশিক্ষণের আয়োজন করার জন্য ধন্যবাদ। সত্যিই অনেক কিছু নতুনভাবে শিখতে ও জানতে পেরেছি, যা ছিল কাক্কোর সফলতা।”
আরবি/আরপি/১৮ সেপ্টেম্বর, ২০১৭