শিরোনাম :
৩৮তম জাতীয় গারো ছাত্র সন্মেলন ও কাউন্সিল ২০১৭
২১-২৩ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডভোকেট তারেক স্মতি অডিটরিয়ামে ৩৮তম জাতীয় গারো ছাত্র সন্মেলন ও কাউন্সিল ২০১৭ অনুষ্ঠিত হয়। আয়োজন করে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন ( বাগাছাস ) কেন্দ্রীয় সংসদ।
এবারের সন্মেলনের মূলসুর ছিল “আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও শোষণ বঞ্চনাহীন অসাম্প্রদায়িক সোনার বাংলা হোক আগামী দিনের অঙ্গীকার।” অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। সভাপতিত্ব করেন বাগাছাস কেন্দ্রীয় সংসদদের সভাপতি লেনার্ড সুবিট রখো।
সন্মেলনে প্রধান অতিথি জনাব মতিউর বলেন “তোমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। আমি চায় এই দেশে যাতে কোনো সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কোনো দাঙ্গা না হয় । কারন এই দেশে গারো জাতির অবস্থান সেই প্রাচীণকাল থেকে ।
তিনি আরো বলেন, জুয়েল আরেং এমপিকে ময়মনসিংহ-১ আসনে পরবর্তীতে মনোনয়ন করার জন্য সবাত্মক চেষ্টা করবো।
এমপি জুয়েল বলেন “আমাদের পূর্ববর্তী প্রজন্ম এই সংগঠনের জন্য যে আত্মত্যাগ রেখে গেছেন তা যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি। আমরা যেন নিজেদেরকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে সবার কাছে তুলে ধরতে পারি। আপনারা যেন এই সংগঠনের মাধ্যমে গারো জাতির জন্য সক্রিয়ভাবে কাজ করতে পারেন আমি এই আশাবাদ ব্যক্ত করি । আমি চাই লেখাপড়ার পাশাপাশি আপনারা রাজনৈতিক অঙ্গনেও জড়িত হোন। আমরা যেন আগামী দিনের সম্ভাবনা পাই । এই গারো ছাত্র সংগঠনের সকল দাবির সাথে আমি একমত পোষণ করি।”
লেনার্ড সুবিট বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ আমাদেরকে যেন আদিবাসীর স্বীকৃতি দেয় । আমারও যেন নিজেদেরকে একটি জাতি সত্ত্বা হিসেবে আত্নপ্রকাশ করতে পারি।”