ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ফাতেমা রাণী প্রাথমিক বিদ্যালয়ে চুরি

ফাতেমা রাণী প্রাথমিক বিদ্যালয়ে চুরি

0
728

গাজীপুর জেলার পুবাইল ইউনিয়নের ৪১নং ওয়ার্ডের নৈপাড়া সংলগ্ন ফাতেমা রাণী প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে।

ধারণা করা হয় বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলাধুলা করতে গেলে তারা দেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার রুমের তালা ভাঙ্গা এবং সেটি নিচে পরে আছে। পরে তারা স্কুল কর্তৃপক্ষকে ঘটনাটি অবগত করে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দুষ্কৃতিকারীরা শুধু প্রধান শিক্ষিকার রুমেই তালা ভেঙ্গে ঢুকে। তারপর তারা প্রতিটি আলমারির তালা ভাঙ্গে এবং ভেতরের সবকিছু তছনছ করে। দুষ্কৃতিকারীরা তেমনকিছু না নিতে পারলেও একটি ফ্যান, কিছু নতুন মগ নিয়ে যায়। এছাড়া কাঁচের কিছু জিনিস ভাংচুর করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার মারিয়া তুজু আরএনডিএম বলেন, “মনে হয় তারা টাকা নিতেই এসেছিলো, প্রতিটি আলমারির লকও ভাঙ্গে কিন্তু কিছু না পেয়ে পরে শুধু একটি ফ্যান ও কিছু জিনিস নিয়ে যায়।”

স্থানীয়রা বলেন, ওই একই রাতে পাশের বাসায়ও একই পদ্ধতিতে চুরির ঘটনা ঘটে।
১৯৬৫ সালে শুরু হওয়া এই বিদ্যালয়টি ২০০৮ সাল হতে আরএনডিএম সিস্টার কর্তৃক পরিচালিত হয়ে আসছে।

আরবি/আরপি/ ২৩ সেপ্টেম্বর, ২০১৭