শিরোনাম :
মাউসাইদের তুরাগ নদীতে নৌকা ডুবি: নিখোঁজ ২৫
শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার উত্তরার মাউসাইদের তুরাগ নদীতে নৌকা ডুবিতে এখন পর্যন্ত ২৫ জন নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৭টার সময় আনুমানিক ৪০ জন যাত্রী নিয়ে নৌকাটি পাগার ঘাট থেকে মাউসাইদ ঘাটে যাচ্ছিলো। তাদের বেশির ভাগ যাত্রীই নারী এবং পোশাক গার্মেন্টস কর্মী।
তারা জানান, নদী পার হওয়ার সময় একটি পিকনিকের ট্রলার ক্রস করে যায় আর সেই ঢেউয়ের স্রোতেই নৌকাটি ভারসাম্য হারিয়ে নদীতে তলিয়ে যায়। পুরুষ যাত্রীদের মধ্যে ১০-১২ জন সাঁতরে তীরে উঠে আসে।
এ সময় যাত্রীদের চিৎকার শুনে স্থানীয়রা নদীতে নেমে ৭ জনকে উদ্ধার করেন এবং তাদের আসে পাশের হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থা আশঙ্খাজনক বলে জানা যায়।
এরপর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে।
আরবি/আরপি/২৪ সেপ্টেম্বর, ২০১৭