ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হল দূর্গোৎসব

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হল দূর্গোৎসব

0
608

‘আনন্দ স্রোত, অালোক বিচ্ছুরণ আনন্দময়ী মা আসছেন’ মহাষষ্ঠীর মহাসমারোহে শুরু হয়েছে শারদীয় দূর্গোৎসব। আলোয় ঝলমল করে উঠেছে সাতক্ষীরা শহর।

শহরের মন্ডপগুলো ঢাক আর ঢোলের তালে আচ্ছন্ন। প্রতি বছরের মতো এবারো সাতক্ষীরার সুলতানপুর সাহা পাড়ায় নতুনভাবে সেজেছে পূজামন্ডপ। এবার মা দূর্গা নৌকায় করে আসবে। মায়ের চরণে চলছে আরতি এবং প্রার্থনা। মা দূর্গা ফিরে যাবে ঘোটকে চড়ে।

পূজাকে কেন্দ্র করে যেন কোনো প্রকার সহিংসতা না হয়, সেজন্য প্রশাসনও দিচ্ছে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তার বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়েই মায়ের ভক্তরা ভীড় করছে পূজা মন্ডপে।

আরবি/আরপি/ ২৬ সেপ্টেম্বর, ২০১৭