ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সাভার ওয়াইএমসিএর যুব ফুটবল টুর্ণামেন্ট

সাভার ওয়াইএমসিএর যুব ফুটবল টুর্ণামেন্ট

0
272

সাভার কমলাপুরে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সাভার ওয়াইএমসিএর যুব ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে ৩টায় সাভার ওয়াইএমসিএর আয়োজনে রাজাসন এবং দেওগাঁওয়ের অংশগ্রহণে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।

02টুর্ণামেন্টের শুরুতে সাভার ওয়াইএমসিএর প্রেসিডেন্ট তপন টি. রোজারিও বলেন, সাভার ওয়াইএমসিএ যত দিন আছে, ততোদিন এই ধরনের খেলার আয়োজন করে যাবে। শীতকালীন ও গ্রীষ্মকালীন খেলারও আয়োজন করবে। এতে করে যুবদের মধ্যে আরো একতা বড়বে।

এ সময় ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তা বলেন, খেলার মধ্য দিয়ে যুবদের মধ্যে ভাতৃত্ব গড়ে ওঠে। যুব সমাজ মাদক থেকে দূরে থাকে।

খেলার মধ্যে থাকলে শরীর, মন প্রফুল্ল থাকে ও সুস্থ থাকে বলেন সেক্রেটারি কস্তা।

খেলায় রাজাসন একাদশ ২-০ গোলে দেওগাঁও একাদশকে হারায়।

এ দিন ঢাকা ক্রেডিটের সেক্রেটারিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।

আরবি/আরপি/১ অক্টোবর, ২০১৭