শিরোনাম :
মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রবীন দিবস পালন
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার মঠবাড়ী কুচিলাবাড়ী ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে রোববার (১ অক্টোবর) সকাল ১০টায় মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর অঙ্গ সংগঠন ক্ষমা ও ভালোবাসা সংঘের উদ্যোগে প্রবীন দিবস ২০১৭ পালন করা হয়।
খ্রিষ্টযাগের মাধ্যমে দিনের কর্মসূচির শুরু করা হয় । এরপর সমিতির কার্যালয় থেকে মঠবাড়ী গির্জা হয়ে বর্ণাঢ্য র্যালী বের হয়, যা ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে এসে শেষ হয়। প্রায় ৫শত প্রবীণ র্যালিতে অংশ নেয়। প্রবীণ দিবসের মুলসুর ছিল ‘প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরিতে সামাজিক মূল্যবোধ ।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর চেয়ারম্যান রবার্ট পংকজ গমেজ । এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক জনাব ড. আব্দুল বাকী, জেলা সমবায় অফিসার মোল্লা মোহাম্মদ নিয়ামুল বাসার, গাজীপুর জেলা সমবায় অফিসের সহ-উপনিবন্ধক (অব) জনাব সাদেকুর রহমান সরকার, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তা, কাককো ও বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, নাগরী ইউনিয়নের মেম্বার মি. বাবলু রোজারিও, মঠবাড়ী খ্রিস্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান শ্যামল রোজারিওসহ আরো অনেকে।
এ দিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব ড. আব্দুল বাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির জেনারেল সেক্রেটারি সুরেন রিচার্ড গমেজ এবং জয়েন্ট সেক্রেটারি স্ট্যানিসলাস সোহেল রোজারিও।
এ দিন রবার্ট পংকজ গমেজ বলেন, “আজকে আমরা সত্যি অনেক আনন্দিত, কারণ এখানে আমরা অনেক বাবা-মাকে একসাথে পেয়েছি। আমরা নিজেদের নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পরেছি যে আমরা আমাদের বাবা-মাকে জিজ্ঞেস করার সময় পাই না যে তারা কেমন আছে । আমি প্রবীন বলতে বৃদ্ধকে বুঝিনা , আমার মতে প্রবীন হল অভিজ্ঞ ও জ্ঞানী । প্রবীনকে বৃদ্ধ বলে আমরা অবহেলা করি। আমাদের সমাজে প্রবীন যারা আছে তাদের সেবার্থে গঠন করা হয় ‘ কেএসবি ক্ষমা ও ভালোবাসা সংঘ।’ আমরা অবহেলিত সকল বাবা-মার দায়িত্ব নিলাম।
অধ্যাপক বাকী বলেন, “বয়স বাড়া একটি জৈবিক প্রক্রিয়া। তাই বলে আপনারা স্বপ্ন দেখা বন্ধ করে দিবেন না। কারণ আপনি স্বপ্ন না দেখলে আপনার সন্তানেরা বড় হবে না। ছেলে-মেয়েরা ভুল করবেই। আমাদের কাজ সেগুলো সংশোধন করে দেওয়া। কারণ প্রবীন মানেই অভিজ্ঞ ও জ্ঞানী।”
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট বলেন, “আমি আজ সত্যি আনন্দিত, কারণ মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি এত সুন্দর একটি উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সুন্দর একটি সমাজ গড়ব, যেখানে আমরা আমাদের বাবা-মা কে সমান প্রাধান্য দিব।”
তিনি আরও বলনে, ‘আমরা খ্রিস্টানরা হলাম লবণের মতো। তাই আমরা যেন আমাদের স্বাদ বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাই।’
বিসিএ সভাপতি নির্মল রোজারিও বলেন, “এটি একটি ভিন্নধর্মী অনুষ্ঠান। ১৯৯১ সাল থেকে প্রবীনদের নিয়ে এই দিবস পালিত হচ্ছে। আমরা শুধু আমাদের জন্য জন্মাইনি। আমাদের জন্ম হয়েছে মানুষের কল্যাণের জন্য।
মহাসচিব কোড়াইয়া বলেন, “আমাদের বাবা-মাকে কখনোই অবহেলা করা উচিৎ নয়। তাদের চাওয়া বেশি কিছু নয়। হয়তো আপনাদের সাথে বসে একটু ভাত খাওয়া। তাই আপনারা শত ব্যস্ততার মাঝেও তাদের জন্য সময় রাখবেন। তারা যেন কখনই নিজেদের একাকীত্ব মনে না করেন।”
অনুভূতি প্রকাশকালে এক প্রবীণ বলেন, “আমি সত্যি আজ আনন্দিত, কারণ আমাদের নিয়ে তাদের ভাবনা সত্যি প্রশংসার দাবিদার। আজকে এখানে অনেকের সাথে মিলিত হয়েছি, ছোটবেলার অনেক বন্ধুকে খুঁজে পেয়েছি। সত্যি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।”
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারাদিনব্যাপি এই আয়োজনের সমাপ্তি ঘটে।
আরবি/আরপি/২ অক্টোবর, ২০১৭