ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বারোমারী তীর্থস্থানে খ্রিষ্টান আন্তঃমান্ডলিক যুব সেমিনার

বারোমারী তীর্থস্থানে খ্রিষ্টান আন্তঃমান্ডলিক যুব সেমিনার

0
332

তীর্থস্থান বারোমারীতে খ্রিষ্টান আন্তঃমান্ড‌লিক যুব সে‌মিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ সে‌প্টেম্বর থে‌কে ১ অ‌ক্টোবর পর্যন্ত  যুব সে‌মিনার‌টি যৌথভা‌বে আ‌য়োজন ক‌রেন তেই‌জে ব্রাদার এবং মিকরাকবো সংগঠন ।

সে‌মিনারের মূলসুর ছিল “মানুষ হ‌বো”। এতে প্রায় ২শ যুবক-যুবতী অংশ নেয়
সেমিনারে তেই‌জে ব্রাদার প‌রিচালক ব্রাদার গিউম ব‌লেন “তোমরা নতুন কিছু আ‌বিস্কার ক‌র । তোমরা একতার মানুষ হও । তোমরা প্রার্থনাশীল জীবনযাপন কর।’

তিনি বলেন, এমনও মানুষ আছে, যারা বছ‌রে অথবা মা‌সে কোন‌দিনও গির্জায় যায় না। তারা শুধুমাত্র বড়‌দি‌নে ‌গির্জায় যায় । তারা বড়‌দি‌নের খ্রিস্টান মাত্র । তোমরা যুবক যুবতীরা এমন ক‌রো না । তোমরা মন প্রাণ দি‌য়ে খ্রিস্টান হ‌তে চেষ্টা কর।

অন্য‌দি‌কে, ব্যা‌প্টিষ্ট চার্চের পাস্টর শিমসন মৃনাল কা‌ন্তি ব‌লেন “আ‌মি যখন কোনো যুবক-যুবতী‌দের সে‌মিনা‌রে অংশগ্রহণ ক‌রি তখন আমার অ‌নেক ভা‌লো লা‌গে । আ‌মি যুব‌দের কা‌ছে আস‌তে ভা‌লোবা‌সি । কারণ, তোমরা যুবরাই পা‌রো এই পৃ‌থিবীটা‌কে সুন্দর ক‌রে নতুন রু‌পে রাঙা‌তে । পারস্পা‌রিক সহ‌যো‌গিতার মাধ্য‌মে এ‌কে অন্য‌কে সাহায্য সহ‌যো‌গিতা কর‌তে।”

অনুষ্ঠা‌নে অংশগ্রহণকারী শীর্ষ মা‌ন্দিক সহভা‌গিতা ক‌রে ব‌লেন “আ‌মি আমার কাথ‌লিক চা‌র্চে গির্জা করা ছাড়াও আ‌রো অ‌নেক বার চার্চ অব বাংলা‌দেশ গির্জায় গির্জা ক‌রে‌ছি । তা‌দের ম‌ধ্যে কোনো চার্চ ভি‌ক্তিক বি‌ভেদ ছিল না । তারা আমা‌কে অ‌নেক আন্ত‌রিকতার সাথে গ্রহণ ক‌রে‌ছে । আ‌মি তাই ম‌নে ক‌রি, আমা‌দের প্র‌ত্যে‌কের দৃ‌ষ্টিভ‌ঙ্গি উদার হওয়া উ‌চিত। কারণ, আমরা সবাই খ্রিষ্টান।”

আরবি/আরপি/২ অক্টোবর, ২০১৭