ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ফিচার আজ বিশ্ব বসতি দিবস

আজ বিশ্ব বসতি দিবস

0
369

আজ সোমবার (২ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। ১৯৮৫ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছরের অক্টোবর মাসের প্রথম সোমবার এই দিবসটি পালিত হয়ে আসছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘গৃহায়ণ নীতিমালা: সাধ্যের বসতি’।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গৃহায়ন অধিদফতর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ (রাজউক) আবাসন খাতের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করছে। তবে নিয়ম করে আরও একটি বিশ্ব বসতি দিবস হাজির হলেও দেশের বাস্তুহারা মানুষের আবাসন স্বপ্নই থেকে যাচ্ছে।

দিন বা রাত, ঝড় কিংবা বৃস্টি, সদরঘাট লন্চ টার্মিনালে থাকেন মোঃ মুনির (৪৫)। সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত সবজি বিক্রি করেন সদরঘাট এলাকায়, আর রাত হলে ঘুমিয়ে পরেন টার্মিনালের কোন এক জায়গায়। বিয়ে না করলেও সারাদিনে যা উপার্যন করেন তা দিয়ে ঘর ভাড়া নিয়ে থাকার সামর্থ নেই । দীর্ঘ ৮ বছর ধরে এভাবেই তার জীবন কেটে যাচ্ছে।

কেবল মুনির নয় এই টার্মিনাল আরও কমপক্ষে অর্ধশত পরিবারের মাথা গোজার ঠাঁই। এমনই একজন জেসমিন (৪০), স্বামী ও দু্টি সন্তান নিয়ে টার্মিনালের নিচে বসবাস করছেন জেসমিন । পারিবারিক অসচ্ছলতার কারনে প্রায় ১৭ বছর কেটে গেছে এভাবেই। এসব পরিবারের সদস্যদের নাওয়া-খাওয়াসহ সবকিছু আর ১০টা স্বাভাবিক মানুষের মতো নয়। ঘর-গৃহস্থালীর কোনও ছোঁয়া নেই তাদের জীবনে। এসব ছিন্নমূল মানুষের আবাসনের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগের কথা বলা হলেও তা অপ্রতুল।

‘ইন্টার্নাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার’ ও ‘নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলে’র এক প্রতিবেদনে বলা হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছয় বছরে বাংলাদেশে অন্তত ৫৭ লাখ মানুষ বাস্তুহারা হয়েছেন। আগের বছরগুলো হিসাবে নিলে এই সংখ্যা আরও বেশি। প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছয়টি এলাকার মানুষ সবচেয়ে বেশি বাস্তুচ্যুত হয়েছেন। আর দেশের বিভিন্ন দুর্যোগে বাস্তাহারা হওয়া মানুষদের বেশিরভাগই আশ্রয় নেন ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। এসব মানুষের ন্যূনতম আবাসন সুবিধা নিশ্চিত না করেই পালিত হচ্ছে এবারের ‘বিশ্ব বসতি দিবস ২০১৭’।

বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শুধু ঢাকা শহরের ফুটপাতেই ৩০ হাজার মানুষ জীবনযাপন করছে। অন্যান্য শহরেও রয়েছে আরও ২০ হাজারের বেশি মানুষের বাস। আর ঢাকা শহরের বস্তিগুলোতে বসবাস করছে প্রায় ৪০ লাখ মানুষ।

বিশ্বব্যাংকের এক জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকায় প্রতিবছর তিন থেকে চার লাখ নতুন মানুষ যোগ হচ্ছে। এদের অধিকাংশই হতদরিদ্র। বাসাবাড়িতে থাকার আর্থিক সাধ্য না থাকায় তাদের থাকতে হয় বস্তিতে। পরে তাদের অনেককেই বস্তি থেকে উচ্ছেদ হয়ে ঠাঁই নিতে হয় ফুটপাতে।

আরবি/আরপি/২ অক্টোবর, ২০১৭