শিরোনাম :
আশুলিয়ার এক বিলের পাশে জ্ঞানশূণ্য অবস্থায় উদ্ধার পঙ্কজ মিখায়েল
অবশেষে খুঁজে পাওয়া গেল মিখায়েল পঙ্কজ কোড়াইয়াকে। আশুলিয়ার এক বিলের পাশে জ্ঞানশূণ্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার ৩৮ ঘন্টা পর সস্তিতে রয়েছেন তার পরিবার। তার পরিবারের বরাতে জানা যায়, রাত ৩টায় অপরিচিত এক ব্যক্তি ফোন দিয়ে পঙ্কজের কথা বলে। পরে পরিবারের লোকজন গিয়ে আশুলিয়া এলাকার একটি বিলের কাছ থেকে তাকে উদ্ধার করে। পরিবার জানায় পঙ্কজ অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিল।
পঙ্কজ জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বনানীতে তিনজন বোরকা পরা মহিলা একটি ঠিকানার কথা জিজ্ঞেস করে।কিছুক্ষণ পরই সেখানে একটি মাইক্রোবাস আসতে দেখেন তিনি।এরপর পঙ্কজের আর কিছু মনে নাই।
এ সময় পরিবারের পক্ষ থেকে ঢাকা ক্রেডিট, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ সাহায্যকারী সবাইকে ধন্যবাদ জানান, যারা এই বিপদে তাদের পাশে থেকেছেন।
পঙ্কজ একটি ইন্সুরেন্স কোম্পানিতে কর্মরত রয়েছে। তিনি খ্রিষ্টান সমাজের একজন উদীয়মান নেতা। বিভিন্ন সংঘ-সমিতির সাথে সে জড়িত। ঢাকা ক্রেডিটের ২০১৪-১৬ সালের বোর্ডের সুপারভাইজরি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
পঙ্কজদের গ্রামের বাড়ি পাবনার ফৈলজনা ধর্মপল্লীর নেংড়ি গ্রামে।
আরবি/আরপি/৮ অক্টোবর, ২০১৭