শিরোনাম :
ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে সাংস্কৃতি অনুষ্ঠান
১৩ অক্টোবর ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক শিশুদের নিয়ে এক সাংস্কৃতি অনুষ্ঠান করা হয় । অনুষ্ঠানটি আয়োজন করেন কমিনিউটি ট্রাস্ট ফোরাম ময়মনসিংহ । পরিবেশনায় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( HRDO ) ।
সাস্কৃতি অনুষ্ঠানের মূল বিষয় ছিল ” মানুষ হবো”। বর্তমানে যান্ত্রিক এই পৃথিবীতে গরিব ও সুবিধা বঞ্চিত মানুষের কথা কেউ শুনেনা । তাদের আর্তনাদ কেউ বুঝেনা । তাই প্রত্যেকের মধ্যে যেন মানবীয় মনুষ্যত্ববোধ জাগ্রত হয় তাই এই শিক্ষনীয় সাংস্কৃতি অনুষ্ঠান ।
অনুষ্ঠানের দর্শক মলি দাংগ বলেন “আমি অনুষ্ঠানটি আজকে এই ছুটির দিনে উপভোগ করতে পেরে অনেক আনন্দ পাচ্ছি । তার সাথে এটাও শিখতে ও দেখতে পারছি যে, সুবিধা বঞ্চিত ও প্রান্তিক শিশুদের মধ্যেও অনেক প্রতীভা ও মেধা রয়েছে । “
অনুষ্ঠানের উপস্থাপিকা শামীমা তানজীন সাথী বলেন, “মানুষ মানুষের জন্য । জীবন জীবনের জন্য । প্রত্যেক শিশুর মধ্যেই থাকে নিজেকে আবিস্কার করার কিছু ও বড় কিছু হওয়ার সপ্ন । তাই আমরা প্রত্যেকে যেন প্রান্তিক ও সুবিধা বঞ্চিত শিশুদের অবহেলা না করে তাদের জন্য ভালোবাসা ও সহযোগিতার হাত বাড়িয়ে দেই । আমরা যেন প্রত্যেকে একজন ভালো মানুষ হতে পারি”
আরবি/আরপি/১৪ অক্টোবর, ২০১৭