ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৫৫তম বার্ষিক সাধারণ সভা

নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৫৫তম বার্ষিক সাধারণ সভা

0
745

গাজীপুর জেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয় নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৫৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সকাল ১০টায় এজিএমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সকাল সাড়ে ৮টা থেকে রেজিষ্ট্রেশনের পর উপস্থিতি গণনা, আসন গ্রহণ, জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র বাইবেল থেকে পাঠ ও প্রার্থনা, মিটিং মিনিটস সেক্রেটারী নিয়োগ করা হয়। এরপর মৃত সদস্যদের সম্মানে নিরবতা এবং আত্মার কল্যাণার্থে প্রার্থনা করা হয়।

01সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ। সভাপতিত্ব করেন নাগরী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান প্রদীপ এ. গমেজ। সভায় আরও উপস্থিত ছিলেন নাগরী মিশনের সন্তান ময়মনসিং নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার জর্জ কমল সিএসসি, ঢাকা ক্রেডিটের সেক্রেটারী পঙ্কজ গিলবার্ট কস্তা, নাগরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. কাদের মিয়া, গাজীপুর জেলা সমবায় অফিসার জনাব মো. নিয়ামুল বাসার, গাজীপুর জেলা সমবায় সমিতির উপ-সহকারী নিবন্ধক জনাব মো. সাদিকুর রহমান, মঠবাড়ী খ্রীষ্টান কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান শ্যামল রোজারিওসহ নাগরী ক্রেডিটের সকল কর্মকর্তা এবং সদস্যরা।

এজিএমে সভাপতি প্রদীপ বলেন, “সমবায় সমিতির মূল লক্ষ্য শুধু ঋণ প্রদান করা নয়। আমরা বিশ্বাস করি সমবায় হল মানব সমাজের জীবনমান উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাকে নিশ্চিত করা। তাই সমিতির আগামী দিনের পথ চলায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।“

ঢাকা ক্রেডিটের সেক্রেটারী কস্তা বলেন, “আমাদের আরো ঐক্যবদ্ধ হওয়া দরকার, যেন আমরা সমবায় আন্দোলনকে আরো বেগবান করতে পারি। যে টাকাগুলো অলসভাবে পড়ে আছে, সেগুলিকে কাজে লাগাতে হবে। প্রয়োজনে আরো বড় বড় মাইক্রো প্রজেক্ট হাতে নিতে হবে। আমাদের হিউম্যান রিসোর্সকে আরো উন্নত করতে হবে।”

তিনি বলেন, কেউ যেন কোনো জমি বিক্রি করার আগে অন্য কোনো বাইরের সংস্থাকে না দেয়। সবার প্রথমে যেন নাগরী ক্রেডিটকে অবহিত করে। তাহলে আমরা হারিয়ে যাবো না। কারণ আমরা হারিয়ে গেলে, হারিয়ে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম। এ সময় তিনি গাজীপুরে সমবায় কেন্দ্রীয় ফেডারেশন গঠন করার জন্য আহ্বান জানান।

প্রধান অতিথি ফাদার জয়ন্ত বলেন, “এই সমিতির মালিক আপনারাই। আর সমবায় হল নেতৃত্ব গড়ে তোলার জায়গা। তবে খেয়াল রাখবেন, ঋণ নিয়ে আপনারা যেন আবার পরনির্ভরশীল হয়ে না পরেন। আপনাদের সঞ্চয়ের দিকেও এগিয়ে আসতে হবে।” এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন, নাগরী ক্রেডিট যেন সমবায় বাজার গড়ে তোলে।

জেলা সমবায় অফিসার নিয়ামুল বলেন, “সমবায়ের প্রধান কাজ হল জীবনযাত্রার মান উন্নত করা। প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করা।”

চেয়ারম্যান মিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি বরাবরই আপনাদের এই সুন্দর কাজের জন্য প্রশংসা করে আসছি। সত্যি আপনাদের এই উদ্যোগ মহান।”

ময়মনসিংহ নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার জর্জ কমল বলেন, “সমাজে ৪ শ্রেণির মানুষ আছে। কেউ পঞ্জের মতো, তাদের কাজ শুধু শোষণ করা। আরেক শ্রেণি হল পাথর, তারা সমাজকে কিছু দেয়ও না, আবার নেয়ও না। আরেক শ্রেণির মানুষ হল মাটি, তারা পানিকে দূষিত করে। আরেক শ্রেণির মানুষ হল চিনি, যারা পানিকে মিষ্টি করে। আপনারা হলেন চিনির মতো। আপনারা সমাজকে সুন্দর ও মিষ্ট করছেন প্রতিনিয়ত।”

এরপর ড. ফাদার কমল এবং ফাদার জয়ন্তকে ক্রেস্ট প্রদান করে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এবং সাধারণ সভার কার্যক্রম শুরু হয়।

এদিন শিশুদের জন্য অংকন এর আয়োজন করা হয়। এ ছাড়াও মেডিকেল ক্যাম্প ও নিরাপত্তা ব্যবস্থার কর্মীরা সদস্যদের সার্বিক সহায়তা ছিল চোখে পড়ার মতো।

আরবি/আরপি/২৮ অক্টোবর, ২০১৭