ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের আন্তঃস্কুল অংকন প্রতিযোগীতা

ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের আন্তঃস্কুল অংকন প্রতিযোগীতা

0
863

কোমলমতি শিশুদের রং তুলির প্রতিযোগিতায় নব প্রাণ, নব উচ্ছ্বাসে মেতে উঠেছে শিশুরা।

সুপ্ত প্রতিভা বিকশিত করতে ৩ নভেম্বর, সকাল ১০ টায় ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের উদ্যোগে আয়োজন করা হয় আন্তঃস্কুল অংকন প্রতিযোগীতা।

প্রতিযোগীতার বিষয় ছিল হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল, দৃশ্য, ঘর, গাছ প্রভৃতি। শিশুরা মনের মাধুরী মিশিয়ে জীবন্ত করে তুলে প্রতিটি বিষয়ের ছবিগুলোকে।

01অংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ। আরো উপস্থিত ছিলেন, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য এবং স্কুলের আহ্বায়ক মানিক লরেন্স রোজারিও, ঢাকা ক্রেডিটের ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ডিরেক্টর এলিয়াস পিন্টু কস্তা, স্কুলের প্রিন্সিপাল আনন্দ চৌধুরীসহ আরো অনেকে। বিচারক কমিটিতে ছিলেন, চন্দনা কস্তা, লিজা গমেজ, মানষী হালদার এবং কলিন্স গমেজ।

এ সময় সভাপতি মানিক রোজারিও বলেন, যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যেন নিজেকে টিকিয়ে রাখতে পারি তবে কাউকে হেয় করে পিছনে ফেলে নয়। এটা প্রতিযোগিতার উদ্দেশ্য নয়। ২০০৯ সালে মাত্র ২ টা রুমে ১৭ জন শিক্ষার্থী নিয়ে আমাদের স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে এর ছাত্রছাত্রী সংখ্যা অনেক। এই স্কুল নিয়ে আমাদের স্বপ্ন রয়েছে।

প্রধান অতিথি শীরেন গমেজ বলেন, বর্তমান চ্যালেনঞ্জিং সময়ে শুধু লেখা পড়া যথেষ্ট নয়। সৃজনশীল কাজের মাধ্যমে সৃষ্টিশীল হওয়া প্রয়োজন। ঢাকা ক্রেডিট একটি বড় আর্থিক প্রতিষ্ঠান। যার ভিত্তি অনেক মজবুত এবং স্থিতিশীল। আমরা নতুন বছরে মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার পরিকল্পনা করছি। এ সময় তিনি শিশুদের উৎসাহ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন।

এ দিন অন্যান্য বক্তারাও শিশুদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

আরবি/আরপি/৫ মে, ২০১৭