ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ শাবিপ্রবিতে ভর্তি শুরু আগামী ১১ই ডিসেম্বর

শাবিপ্রবিতে ভর্তি শুরু আগামী ১১ই ডিসেম্বর

0
237
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তির কার্যক্রম শুরু হবে।
 
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক মহিবুল আলম বলেন, ‘ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিভিন্ন ইউনিটের ভর্তির তারিখ ঘোষনা করা হয়েছে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পরীক্ষায় উত্তীর্ণদের জানানো হবে।
 
গত ১৮ নভেম্বর সকালে এ-ইউনিট এবং বিকেলে বি-ইউনিটের( বি-১,বি-২)ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, ১১ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে বি-১ ইউনিটের মেধা তালিকা ১-৬০০ পর্যন্ত,১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে একই ইউনিটের ৬০১-১১২৩ পর্যন্ত এবং দুপুর ২টায় ‘বি-২’ ইউনিটের ১-৩০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহন ও ভর্তি করানো হবে।
 
একই দিনে বিকেল ৩টা থেকে বি-১ ও বি-২ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহন ও ভর্তি করানো হবে।
 
এছাড়া আগামী ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বুভাগ থেকে মেধাতালিকা থেকে ১-২১৭ পর্যন্ত এবং সকাল ১১টা থেকে মানবিক বিভাগ থেকে মেধাতালিকা ১-৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহন ও ভর্তি করানো হবে।
 
১৭ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মেধাতালিকা ১-৮৩পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহন ও ভর্তি করানো হবে।
 
ভর্তি করানোর পর আসন খালি থাকলে ভর্তি কমিটির বৈঠক করে ডিসেম্বরের মধ্যে অপেক্ষামান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে জানান ভর্তি কমিটির সদস্য সচিব  অধ্যাপক মহিবুল আলম।
 
ওয়েবসাইটে জানানো হয় সাক্ষাতকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার এডমিট কার্ড,এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬৮৫০টাকা সাথে নিয়ে আসতে
হবে।
 
কোটায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের ভর্তি যোগ্যতার প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূলকপি সংগে নিয়ে আসতে হবে।প্রার্থীদের প্রতিটি সনদপত্রের ও নম্বরপত্রের ২টি করে সত্যায়িত ফটোকপি সংগে আনার কথা বলা হয় ওয়েবসাইটে।
 
ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( http://www.sust.edu/admission)  এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা যাবে।
 
নতুন বছরের জানুয়ারিতেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করার সম্ভাবনা রয়েছে বলে জানান অধ্যাপক মহিবুল আলম।
 
আরবি/আরপি/৯ ডিসেম্বর, ২০১৭