ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ডিসিনিউজের আয়োজনে অনুষ্ঠিত হল ‘বেসিক জার্নালিজম প্রফেশনাল ট্রেনিং’

ডিসিনিউজের আয়োজনে অনুষ্ঠিত হল ‘বেসিক জার্নালিজম প্রফেশনাল ট্রেনিং’

0
617
সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা ও সাইফুদ্দিন সবুজের সাথে ডিসিনি্উজের তরুন সংবাদকর্মীরা

একজন সংবাদকর্মী, একটি সত্যের মানদন্ড বলে উল্লেখ করেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।

ডিসিনিউজ কর্তৃক আয়োজিত ডিসিনিউজের সংবাদ কর্মীদের বেসিক জার্নালিজম প্রফেশনাল ট্রেনিং-এ কথা বলেন তিনি।
কালিগঞ্জ মঠবাড়ীতে ডিসি রিসোর্ট এন্ড ট্রেইনিং সেন্টারে ৫-৮ ডিসেম্বর ডিসিনিউজের সংবাদকর্মীদের নিয়ে ৪ দিনের বেসিক জার্নালিজম প্রফেশনাল ট্রেনিং অনুষ্ঠিত হয়। কোর্সে অংশগ্রহণ করে বাংলাদেশের বিভিন্ন জেলার ১৫ জন নতুন ও পুরাতন সংবাদকর্মী। পেশাদারিত্ব মনোভাব, দক্ষতা ও নতুন কর্ম উদ্যম সৃষ্টির লক্ষে ডিসিনিউজ দ্বিতীয় বারের মতো এই আয়োজন করে।

ডিসিনিউজের তরুন সংবাদকর্মীদের সাথে প্রশিক্ষক ইয়াসমিন পিউ

কোর্সের সমাপনী অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি উপস্থিত থেকে আরো বলেন, ‘আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। কারণ একজন সাংবাদিক যেমন একজন ব্যক্তিকে উপরে উঠাতে পারেন, তেমন নামাতেও পারেন। সংবাদকর্মীদের সব সময় সত্যের পথে চলতে এবং মানুষের সামনে সত্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে হয়।” এসময় তিনি অতিশিঘ্রই সকলকে ঢাকা ক্রেডিটের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান।

তরুন সংবাদকর্মীদের সাথে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি

তিনি আরো বলেন, প্রতিটি শিশুই জন্মের পর থেকে ঢাকা ক্রেডিটের সদস্য হতে পারবে। ঢাকা ক্রেডিট একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থেকে কাজ করে যাচ্ছে। এক সময় ঢাকা ক্রেডিট এশিয়া মহাদেশে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।

ডিসিনিউজের বার্তা সম্পাদক রবীন ভাবুকের ভূমিকার মাধ্যমে ৫ ডিসেম্বর সন্ধ্যা থেকে এই প্রশিক্ষণ শুরু হয়।

তরুন সংবাদকর্মীদের ক্লাস দিচ্ছেন প্রথম আলোর সিনিয়র ফটোসাংবাদিক হাসান রাজা

৬ ডিসেম্বর, সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর মিডিয়া বিভাগের চীফ অফিসার সুদান গাইন, ডিসিনিউজের স¤পাদক রাফায়েল পালমা, বার্তা সম্পাদক রবীন ভাবুক, দি ডেইলী স্টার পত্রিকার চীপ রিপোর্টার (কান্ট্রি) পিনাকী রয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সুদান গাইন বলেন, “আপনাদের সবাইকে ঢাকা ক্রেডিট পরিবারে এবং ডিসিনিউজ টীমে স্বাগতম। নতুন কর্মসংস্থান সৃষ্টিই হল ঢাকা ক্রেডিটের একটি মূল লক্ষ্য। আর আপনারা যেন সুন্দর ও দক্ষতার সাথে আপনাদের কর্মময় জীবন শুরু করতে পারেন, তার জন্যই এই আয়োজন।”

প্রশিক্ষণ দিচ্ছেন ডেইলী স্টারের সিনিয়র সাংবাদিক পিনাকী রয়

প্রশিক্ষণের রিপোর্টিং এর কলাকৌশল নিয়ে আলোচনা করেন দি ডেইলী স্টারের সিনিয়র রিপোর্টার পিনাকী রয়, ফিচার লেখার কৌশল নিয়ে আলোচনা করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং ফিচার বিভাগের প্রধান মোর্সেদা ইয়াসমিন পিউ, ফটোগ্রাফি নিয়ে আলোচনা করেন দৈনিক প্রথম আলোর সিনিয়র ফটো সাংবাদিক হাসান রাজা, মিডিয়ায় সংবাদকর্মীদের অবস্থান এবং সংবাদ নিয়ে আলোচনা করেন কমিউনিটি রেডিও কনসালটেন্ট সাইফুদ্দিন সবুজ, নিউজ সোর্স নিয়ে আলোচনা করেন বিবার্তার আইটিসি বিটের স্টাফ রিপোর্টার উজ্জ্বল এ. গমেজ, সংবাদকর্মীরে মূল্যবোধ নিয়ে আলোচনা করেন সাপ্তাহিক প্রতিবেশীর সাবেক সম্পাদক ফাদার জয়ন্ত এস. গমেজ। সংবাদ ও ফিচার লেখার কৌশল, সংবাদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডিসিনিউজের বার্তা সম্পাদক রবীন ভাবুক। এ ছাড়াও সকল বিষয়ের ফলো-আপ ও সাক্ষাৎকার নিয়ে আলোচনা করেন ডিসিনিউজের সম্পাদক রাফায়েল পালমা এবং রবীন ভাবুক।

ক্লাস দিচ্ছেন বির্বাতার সিনিয়র রিপোর্টার উজ্জল এ. গমেজ

প্রশিক্ষণ শেষে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর সেক্রেটারী পঙ্কজ গিলবার্ট কস্তা অংশগ্রহণকারী নতুন কর্মীদের হাতে সার্টিফিকেট ও আইডি কার্ড তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বনানী শাখার সেক্রেটারী সেবাষ্টিয়ান বাড়ৈ।

এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী ডিসিনিউজ রিপোর্টার অঞ্জনা নকরেক ও অংশগ্রহণকারী রুবেল গমেজ প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে নিজেদের অনুভূতি সহভাগিতা করেন।

এ দিন গত বছর ভাল সংবাদ সরবরাহ করার জন্য ডিসিনিউজের সংবাদকর্মীদের মধ্যে তিন জনকে সেরা সংবাদকর্মী নির্বাচন করা হয় এবং তাদের হাতে ঢাকা ক্রেডিটের সেক্রেটারি কস্তা পুরস্কার তুলে দেন।

হাসান রাজা ও ফাদার জয়ন্তর সাথে ডিসিনিউজের সংবাদকর্মীরা

ডিসিনিউজের সম্পাদক পালমা সকলে ধন্যবাদ জানিয়ে তিন দিনের বেসিক জার্নালিজম প্রফেশনাল ট্রেনিং-এর সমাপ্তী ঘোষণা করেন।

ডিসিনিউজের সংবাদকর্মীদের নাম এবং কার্য এলাকা:

শিমন কেরকাটা- রাজশাহী, জেভিয়ার মিন্জ অলি- দিনাজপুর, রিচার্ড বাপ্পি গমেজ- বরিশাল, সুবর্ন পাথাং- শ্রীমঙ্গল, ম্যাগডেলি ডি’সিলভা- বান্দরবান, আশীস মারান্ডী- সিলেট, জেভিয়ার হ্যারি গমেজ- আঠারগ্রাম, কামনা কস্তা- পাবনা, সজল গোমেজ- ঢাকা, জেফরী কার্ডোজা- গাজীপুর, অঞ্জনা নকরেক- মধুপুর, সুইটি আরেং- ময়মনসিংহ, পিয়াস বিশ্বাস- ঢাকা, শুভ হ্যাভেন দাস- সাতক্ষীরা।

আরবি/আরপি/১০ ডিসেম্বর, ২০১৭