শিরোনাম :
বড়দিন ও থার্টিফাস্ট উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা
আজ সকালে (১৩ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বড়দিন ও থার্টিফাস্ট উপলক্ষে নিরাপত্তা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
আলোচনার শুরুতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিওর নেতৃত্বে মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় বড়দিন উপলক্ষে আগাম কেক কাটা হয়।
আলোচনা সভায় খ্রিষ্টানদের আসন্ন বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী কামাল।
তিনি বড়দিনকে কেন্দ্র করে ধর্মীয় স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দেন। এ ছাড়াও নির্বিঘ্নে যেন খ্রিষ্টানরা বড়দিন উৎসব পালন করতে পারে, সেই ব্যাপারে নিরাপত্তা বাহিনীর দৃষ্টি রাখার পরামর্শ রাখেন।
থার্টিফাস্ট এখন সকলের উৎসব উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী এ দিনেও সকলকে সচেতন থাকার পরামর্শ দেন। এসব উৎসবকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, সেই ব্যাপারে প্রশাসন বিশেষ ভূমিকা রাখবে বলেও তিনি জানান।
থার্টিফাস্টে খোলা স্থানে জমায়েত এবং সন্ধ্যার পর যেকোনো স্থানে কোনো ধরনের আয়োজনে নিষেধ করেছেন। তিনি সকলের প্রতি আহ্বান জানান, এ সময়গুলোতে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ময়মানসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, পুলিশ কমিশনার আসাদুজ্জামন (ডিএমপি), র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
প্রেসিডেন্ট রোজারিওর নেতৃত্বে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পঙ্কজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ রেমন্ড আরেং, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তাসহ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদের সাথে বড়দিনের আগাম শুভেচ্ছা বিনিময় করেন।
আরবি/আরপি/১৩ ডিসেম্বর, ২০১৭