ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

আবার এসো

0
540
পিউস পি. গমেজ

নীল নদের তীরে,
কতো নদ-নদী, সাগর-মহাসাগর
পাহার-পর্বত, গিরি-শৃঙ্গ যত থাক, তবুও তুমি এসো
ভাল নাইবা বাসি, কাছে নাইবা আসি
দূরেই থেকো, তবুও হাতটা দিও অন্তরালে
চোখের গহীনে নিঝুম নিরালা রাতে।
কথা নাইবা বলো, নিশ্চুপ বসেই থেকো
তাঁরার নৌকা দেখে, একটুখানী হেসো।

আধো ওঠা চাঁদ দেখে, নীল আভারণ জড়িয়ে থেকো
কালো আঁধার খুলে দিয়ে
নূপুর পায়ে দীঘির জলে
চাপা দুঃখের সব ছাপ মুছে নিও
স্নিগ্ধ ব্যাথার বর্ষণে আমি,
সব ভাসিয়ে দিতে পারে…
তবুও আবার এসো।

কিছু চাইবার নাই
পৃথীবির জন্য জ্বলে যে চাঁদ নক্ষত্র
রাতের নিপুন আচলে
প্রাণের সঙ্গীতে গোপনে দুলে ওঠে, মৌন্যঝংকার
জ্যো¯œার ধৌত তমালের তলে বাজে
বিচ্ছেদের কোরাস
সে কথা বলা শুধু নিদ্রাহীন রাতের কানে
তবুও তুমি আবার এসো ॥

 

আরবি/আরপি
৩ নভেম্বর, ২০১৬