ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ময়মন‌সিং‌হে ভারতীয় ও বাংলা‌দে‌শের ক‌বি‌দের ক‌বি সমা‌বেশ

ময়মন‌সিং‌হে ভারতীয় ও বাংলা‌দে‌শের ক‌বি‌দের ক‌বি সমা‌বেশ

0
359

`নারীর জঠরে নয় ক‌বি আ‌বিভূর্ত হয়, নি‌জেরই পং‌ক্তির ভেতর’ ভাবধারায় ময়মসিংহে অনুষ্ঠিত হলো কবি সমাবেশ।

৭ জানুয়ারি, (র‌বিবার) বিকাল ৩টায় কা‌রিতাস মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত হয় ক‌বি সমা‌বেশ । আ‌য়োজ‌ন করে স্বতন্ত্র শিল্প সাহিত্যবাদ্ধব। ক‌বি সমা‌বে‌শে অংশ নেয় ভারতের প‌শ্চিম বঙ্গ ও বাংলা‌দে‌শের ক‌বিরা । সহ‌যো‌গিতায় ময়মন‌সিংহ সা‌হিত্য সংসদ, প্রগ‌তি লেখক সংঘ, নাট্যাঙ্গন নাট্য প‌রিবার, বিভাগীয় সা‌হিত্য প‌রিষদ, নৈঃশব্দ্য, পরস্পরা ।

প্র‌তি‌বেশী দেশ ভার‌তের প‌শ্চিম বঙ্গ থে‌কে আগত প্রধান অ‌তি‌থি শ্যামল কা‌ন্তি দাস ব‌লেন ” আমরা একা‌ধিকবার এখা‌নে এসেছি । আমরা যখ‌নি বাংলা‌দে‌শে আ‌সি, আমা‌দের অ‌ভিঙ্গতার ঝু‌লি ভ‌রে যায় । আমা‌দের এই প‌থের সঞ্চয় অপরুপ হ‌য়ে ও‌ঠে। ম‌হিমা‌ন্বি‌তে ভ‌রে ও‌ঠে । আমা‌দের আনন্দের সীমা প‌রিসীমা থা‌কেনা । এত মানু‌ষের ভা‌লোবাসা আমরা পাই । এত আতিথিয়তা । আজ‌কের এই সন্ধ্যা‌টি আমরা এই দুই বাংলার ক‌বিরা ক‌বিতায় নিম‌জ্জিত হ‌বো। আ‌মি এবং আমার বন্ধুরা বাংলা‌দে‌শের ক‌বিতা শোনবার জন্য অ‌ধির আগ্র‌হে ব‌সে আ‌ছি।’

অন্য‌দি‌কে এপার বাংলার ক‌বি হা‌বিবুল্লাহ সিরাজী ব‌লেন ” আপনারা যারা বাংলা‌দে‌শের বাই‌রে থে‌কে এ‌সে‌ছেন । বাংলা ভাষার চর্চা ক‌রেন । আপনারা জান‌বেন আমা‌দের কথা প্রচলন, ভাষা প্রকরন এবং জীবনযাত্রা একটু অন্যরকম ।’

এ দিন এপার বাংলা এবং ওপার বাংলার কবিরা কবিতার ছন্দে সন্ধ্যাটিকে ভরিয়ে তোলেন।

তি‌নি এক‌টি উদাহারন দি‌য়ে বোঝান ‘আমরা ডাল দি‌য়ে শেষ ক‌রি আর আপনারা ডাল দি‌য়ে শুরু ক‌রেন । এটা খা‌দ্যের ব্যাপারে বললাম। কিন্তু মান্যতার ব্যাপা‌রে আপনারা যে বাংলা ভাষার চর্চা ক‌রেন।‌যে উত্তরা‌ধিকার পরম্পরা নি‌য়ে আপনারা আপনা‌দের কর্ম ও ভাষা সম্পাদন ক‌রেন । আমরাও তা‌রি স‌ঙ্গে যুক্ত হ‌য়ে বাংলা ভাষা‌কে আমা‌দের মানু‌ষের কা‌ছে, মা‌টির কা‌ছে, দে‌শের কা‌ছে উৎসর্গ কর‌তে চাই । এই যে মিল, সে মিল আমা‌দের র‌ক্তের মিল, মেধার মিল এবং স‌বোপ‌রি আমা‌দের অ‌স্তি‌ত্বের মিল ।”

অন্য‌দি‌কে কা‌রিতাস ময়মন‌সিং‌হের আঞ্চ‌লিক প‌রিচালক অপূর্ব ম্রং ব‌লেন “আপনা‌দের দেবার মতো আমা‌দের কিছু নেই । আছে শুধু ম‌নের অন্তঃস্থল থে‌কে অকৃপন ভা‌লোবাসা । আপনারা আমা‌দের এই ছোট্ট ক্যাম্পাস‌টি‌কে নি‌জের ম‌নে কর‌বেন । কবিতায় মুখ‌রিত ক‌রে তুল‌বেন”

এ দিন এপার বাংলা এবং ওপার বাংলার কবিরা কবিতার ছন্দে সন্ধ্যাটিকে ভরিয়ে তোলেন।