ঢাকা ,
বার : বৃহস্পতিবার
তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১২ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন

0
607

আলফ্রেড সজল: জলবায়ু পরিবর্তনের ফলে দেখা দিচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগসহ আবহওয়ার বিরূপ প্রতিক্রিয়া। শীত মৌসুমে বাড়ছে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত শীতের প্রকোপ। কষ্ট পাচ্ছে দরিদ্র-অসহায় মানুষ।

এইসব মানুষের কষ্ট নিবারনের জন্য ১৩ জানুয়ারি (শনিবার) সাভারের ধরেন্ডার পুরাতন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে ১০০ কম্বল বিতরন করা হয়।

শীতবস্ত্র বিতরনকালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশ (বিসিএ)-এর প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, ‘মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা অনুদান সংগ্রহ করে এই কম্বল বিতরন করছি। ইতিমধ্যে আমরা লালমনিরহাটে ৩৫টি এবং ঠাকুরগাঁওয়ে ৩৫টি কম্বল বিতরনের ব্যবস্থা করে পাঠিয়েছি এবং অতিশীঘ্র শ্রীমঙ্গলেও শীতবস্ত্র বিতরন করবো।’

বিসিএ-এর সাভারের তিনটি ইউনিট বিরুলিয়া শাখা, সাভার ইউনিয় শাখা, সাভার পৌরসভার উদ্যোগে এই কার্যক্রম গ্রহন করা হয়। এমন পরিস্থিতি হলে পরবর্তীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সারাদেশে ছড়িয়ে যাবে বলে তিনি আশা করেন।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাবলম্বী মানুষদের কাছে আহ্বান জানাই, যাতে তারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এতে আমরা সবাই মিলে সহযোগিতা ও সহভাগিতার মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সাথে সাথে যদি আমরা পরিবেশকে রক্ষা করি, তবে আমরা সুন্দর আগামী পাবো।’

দাতাগোষ্ঠীর মধ্য থেকে অনুভূতি প্রকাশকালে তারা বলেন, সবার পাশে না হলেও আমরা কিছু মানুষের পাশে দাঁড়াতে পারছি। আর এভাবে সবাই অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব।

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া বলেন, ‘ঐতিহাসিকভাবেই আমরা বাংলাদেশের মানুষ অন্যের পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করি।’

ধরেন্ডা ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফা: জনি গমেজ বলেন, ‘ মহৎ উদ্দেশ্য সাধনের জন্য কিছু মানুষ শীতবস্ত্র নিয়ে এগিয়ে এসেছে। মানুষের হৃদয় সুন্দর থাকলে তারা মানুষের জন্য ভাল কাজ করে। কষ্টের সময় যদি আমরা মানুষের পাশে না দাঁড়াই, তবে পৃথিবী মানবিক দিক দিয়ে অনেক গরিব হয়ে যাবে। আর আমরা চাই পৃথিবী গরিব না হয়ে ধনশীল হোক। আর আমাদের রেখে যাওয়া ভাল কাজগুলো নিয়ে পরবর্তী প্রজন্ম ভাল থাকুক।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া, যুগ্ম সচিব যোসেফ ডি. সরকার, কোষাধ্যক্ষ ও বিরুলিয়া শাখার সভাপতি বিলাস বি. গমেজ, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সাভার পৌরসভা শাখার ও ধরেন্ডা কো- অপারেটিভ ক্রেডিট লি: এর প্রেসিডেন্ট মাইকেল গমেজ, সাভার ওয়াইএমসি-এর সভাপতি ও বিরুলিয়া শাখার সহ-সভাপতি তপন টি রোজারিও, ধরেন্ডা ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফা: জনি গমেজ, ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেক্রেটারি প্রতাপ গমেজ, সাভার পৌরসভার সেক্রেটারি শেখর পিউরীফিকেশন, বিরুলিয়া শাখার সাধারণ সম্পাদক বাবুল রোজারিও, ঢাকা মিরপুর শাখার সাধারণ সম্পাদক এন্ডু শিকদার, সাভার ইউনিয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিপু কস্তা, মহিলা ইউপি মেম্বার আল্পনা রোজারিও, সাভার ওয়াইএমসির সহ-সভাপতি ডাঃ মার্সেল পেরেরা, ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের মহিলা সহ-সভাপতি নিয়তি ডি’রোজারিও ও গাব্রিয়েল রত্ন মিঠুসহ আরো অনেকে।