শিরোনাম :
ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির প্রথম বর্ষপূর্তি পালন
নিজস্ব সংবাদদাতা: ১৭ জানুয়ারি, বুধবার সন্ধ্যা ৬টায় দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট-এর) বর্তমান ব্যবস্থাপনা পরিষদের সাফল্যের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
২০১৭-এর ১৫ জানুয়ারিতে ঢাকা ক্রেডিটের নির্বাচনের পর বর্তমান ব্যবস্থাপনা পরিষদ ১৬ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করে। তারই প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঢাকা ক্রেডিটের ২০১৭ সালের নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিনিধি, সমিতির উপদেষ্টা, নারী কমিটির সদস্য ও সাধারণ সদস্য; অংশগ্রহণকারী ছিলেন প্রায় ২০০ জন। ঢাকা ক্রেডিট প্রধান কার্যালয়ের বি.কে. গুড কনফারেন্স হলে এই বর্ষপূর্তি আনুষ্ঠানিকতার সাথে পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাক্কো) লি: এর চেয়ারম্যান নির্মল রোজারিও এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, উপদেষ্টা হেলেন রোজারিও, দীপ্তি ক্লারা রড্রিক্স ও ঢাকা ক্রেডিটের সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত অষ্ট্রেলিয়া থেকে আগত লিবারেল পার্টির অর্থ সম্পাদক ইগ্নাসিউস রোজারিও এবং ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয়বারের মতো তিন বছর মেয়াদে দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ঢাকা ক্রেডিটের পরিচালনা পরিষদের একজন ডাইরেক্টর আলবার্ট আশিস বিশ্বাস।
বর্ষপূর্তি অনুষ্ঠানে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে গত একটি বছরের সম্পাদিত কার্যক্রম একটি প্রামান্যচিত্রের মাধ্যমে উপস্থাপন করে সবাইকে অবগত করা হয়। ‘সত্যানুসন্ধান’ শিরোনামে আরেকটি প্রমান্যচিত্র প্রদর্শনের মাধ্যমে সবাইকে গত নির্বাচনের পূর্বের ও নির্বাচনোত্তর ঘটনাপ্রবাহগুলো অবগত করা হয়।
দ্বিতীয় প্রামান্যচিত্রে ১৫ জানুয়ারি ২০১৭-এর (প্রথমবারের মতো ঐতিহ্য ভঙ্গ করে) প্রতিনিধির মাধ্যমে নির্বাচন নিয়ে গাব্রিয়েল-দীপক প্যানেলের পরাজয়ের পর তাদেরই সমর্থক সুজন ডেনিস কোড়াইয়া, ডেভিড ফ্রান্সিস কোড়াইয়া গংদের বিভিন্ন মামলার প্রমাণসহ সংক্ষিপ্ত বিবরণ উল্লেখ করা হয়।
বিগত একটি বছরের প্রসঙ্গ উল্লেখ করে কাক্কোর চেয়ারম্যান নির্মল রোজারিও বলেন, বর্তমান বোর্ড নানাভাবে ঝঞ্জাবিক্ষুব্ধ পরিবেশের সন্মুখীন হয়েছে। বর্তমান বোর্ড সেগুলো দক্ষতার সাথে মোকাবিলা করছে। তিনি আরো বলেন, ‘ভাল কাজ করতে গেলে এসব অভিজ্ঞতা নিয়েই এগিয়ে যেতে হবে। যারা নেতিবাচক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাদের সম্বন্ধে বলতে গিয়ে রোজারিও বলেন, যে অপতৎপরতা তারা চালাচ্ছেন, তাতে এ বোর্ডকে থমকে গেলে চলবে না।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজের সাহসিকতার প্রশংসা করে রোজারিও বলেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে সবসময় যারা সহযোগিতা করে আসছেন, তাদের কমিটমেন্ট থাকলে, যত সমস্যাই আসুক না কেন, তা মোকাবিলা করা কোনো কঠিন কাজ নয়। তিনি বলেন, ‘রোডম্যাপ নিয়ে চলতে হবে এবং বর্তমান প্রেসিডেন্টের তা আছে। আমরা ভদ্রভাবে সকল অপতৎপরতার জবাব দিব।’ ২০১৭-এর নির্বাচনে পরাজিত হলে ঢাকা ক্রেডিটের নির্মম পরিসমাপ্তি ঘটতো বলে তিনি উল্লেখ করেন।
নেতিবাচক ভূমিকায় যারা রয়েছেন, তাদের বিষয়ে উল্লেখ করে বর্তমান বোর্ডের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ওরা ২৪টি মামলা করেছে। ‘আমারা যা কিছু করছি, তা নিয়মতান্ত্রিকভাবেই করে যাচ্ছি, সদস্যদের বৃহত্তর কল্যাণেই করছি। আমাদের প্রতিষ্ঠানের ওনারশিপ নিয়ে শতভাগ বিষয় অথেনটিকভাবে প্রচার করছি যেন সাধারণ সদস্য প্রতিটি বিষয় বুঝতে পারেন এবং সত্যের পক্ষে দাঁড়াতে পারেন।’
প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ আগামী দুটি বছর পরিকল্পিত কাজগুলো সম্পাদনে সবার সহযোগিতা কামনা করেন। নভেম্বরে পোপের আগমনকে কেন্দ্র করে বলেন, মহামান্য পোপ ঢাকা ক্রেডিটের ছোট গাড়িতে চড়ে সহরাওয়ার্দী উদ্যানে ভ্রমন করেছেন। সেই গাড়িটি আগামী ২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় মঠবাড়ি ঢাকা ক্রেডিট রিসোর্ট এন্ড ট্রেনিং সেন্টারে একটি দর্শনীয় বস্তু হিসেবে স্থাপন করা হবে। সেখানে সেদিন সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রন জানান।
ঢাকা ক্রেডিটের উপদেষ্টা হেলেন রোজারিও তাঁর বক্তব্যে বলেন, ঢাকা ক্রেডিটের কারণেই খ্রিষ্টানদের মধ্যে এখন দরিদ্রতা নেই। শিক্ষা, স্বাস্থ্য, গৃহ নির্মাণ, ব্যবসা- সব ক্ষেত্রেই খ্রিষ্টানরা এগিয়ে যাচ্ছে। ঢাকা ক্রেডিট সমবায় আন্দোলনে অনেক এগিয়ে আছে। দেশ ও দশের কল্যাণে সবাইকে এই প্রতিষ্ঠানকে রক্ষা করে চলার উপদেশ দেন তিনি।
দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন বলেন, অতীতের ঐতিহ্যগত নেতৃত্বের ধারাবাহিকতার মাধ্যমেই এসেছে ঢাকা ক্রেডিটের এই বর্তমান নেতৃত্ব। চল্লিশ হাজার সদস্যের সমর্থন, ভালোবাসা, নৈতকিতা ও তাদের কল্যাণেই এসেছে এই নেতৃত্ব।
হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন আরো বলেন, এই নেতৃত্ব অনেক ত্যাগস্বীকারের পর এসেছে। বাবু মার্কুজের নেতৃত্বে গত তিন বছরের মেয়াদেও এই সমিতির কাজ হয়েছে সবচেয়ে বেশি। তবে সংকটে পড়লে কীভাবে তা মোকাবিলা করতে হয়, সেই অভিজ্ঞতাও বর্তমান বোর্ডের হয়েছে। প্রকৃত প্রস্তাবে এই ধরনের অভিজ্ঞতা দরকার নেই; দরকার সহযোগিতার ও সমন্বয়ের। নেতিবাচক ভূমিকা পালনের কারণে আজ যারা এই অনুষ্ঠানে উপস্থিত নেই, তারা থাকলে আজকের আনেন্দের মাত্রা আরো বেশি হতো বলে উল্লেখ করেন হাউজিংয়ের চেয়ারম্যান পিউরীফিকেশন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, দীপ্তি ক্লারা রড্রিক্স, বাংলাদেশি বংশোদ্ভূত অষ্ট্রেলিয়া থেকে সম্প্রতি আগত লিবারেল পার্টির অর্থ সম্পাদক ইগ্নাসিউস রোজারিও। উল্লিখিত সবাই সমাজে কিছু মানুষের বিতর্কিত ভূমিকার কুফল উল্লেখ করেন এবং তাদের জন্য প্রার্থনা করতে বলেন যেন তাদের মন পরিবর্তন হয়।
আনুষ্ঠানিকতার মধ্যে ছিল অতিথিদের আসন গ্রহণ, প্রারম্ভিক প্রার্থনা, বর্ষপূর্তির কেক কাটা ও বিতরণ, অতিথিদের বক্তব্য ও অংশগ্রহণকারীদের অনুভূতি প্রকাশ। শেষে ভাইস-প্রেসিডেন্ট শীরেন সিলভেষ্টার গমেজ সংশ্লিষ্ট সবাইকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরপি/এসআর/১৭ জানুয়ারি২০১৮