ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিটের আরেকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

ঢাকা ক্রেডিটের আরেকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন

0
814

নিজস্ব সংবাদদাতা: দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রিডিট ইউনিয়ন লিঃ ঢাকা (ঢাকা ক্রেডিট) শনিবার সন্ধ্যায় নদ্দায় সরকারবাড়ী এলাকায় ক্রয়কৃত নিজস্ব প্লটে ‘নদ্দা বহুমুখী প্রকল্প’এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করে। কর্ম সংস্থান আমাদের লক্ষ্য, আত্ননীর্ভশীল সমাজ আমাদের স্বপ্ন’ শ্লোগানকে সামনে রেখেই ঢাকা ক্রেডিট নিয়েছে আরেকটি উদ্যোগ।

ঢাকা ক্রেডিট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কমিশনার মোঃ জাকির হোসেন বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ। প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব তথা ঢাকা ক্রেডিটের প্রাক্তন সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের উপদেষ্টা বিলাস বি গমেজ, দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির লি: এর সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল, ঢাকা ক্রেডিটের সকল কর্মকর্তা, উপদেষ্টা, বিভিন্ন সমবায়ের চেয়ারম্যন/সেক্রেটারি, উপদেষ্টা, বিভিন্ন পর্যায়ের নিমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব প্রধান অতিথির সাথে একাত্ম হয়ে প্রকল্প ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।

ওয়ার্ড কমিশনার জাকির হোসেন বাবুল তাঁর আনুষ্ঠানিক বক্তব্যে বলেন: ‘আপনারা আমাকে মুল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আমি সর্বদাই আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। যেকোনো সময় যেকোনো সহযোগিতায় আমি আপনাদের পাশে থাকব। নির্মান কাজে যেকোনো বাধা বা সমস্যায় পড়লে, তার জন্য আমকে জানালেই হবে। আমি সর্বাত্মক সহযোগিতার ব্যবস্থা করব।’ তিনি এমন সার্থক প্রকল্প আরম্ভ করার জন্য ঢাকা ক্রেডিটের ভূয়সী প্রশংসা করেন।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তার সঞ্চালনায় নয়ানগর চার্চের পাল-পুরোহিত ফাদার বিজয় রিবেরু ওএমআই প্রর্থনার মাধ্যমে প্রায় ৩০০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে ৩.১৭ কাঠা জমির উপর পবিত্রজল সিঞ্চন করে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের সূচনা করেন।

অনুষ্ঠানের সভাপতি বাবু মার্কুজ গমেজ বক্তব্যপর্বে বলেন, ‘নদ্দা, বৃহত্তর কালাচাঁদপুর, জোয়ার সাহারায় বসবাসরত মানুষ জীবনমান উন্নয়নের জন্য ঢাকা ক্রেডিট-এর উপর আস্থা, বিশ্বাস রেখেছেন। এই জন্য এলাকাবাসীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমরা ৮ তলা ভবন ১৮ মাসের মধ্যে নির্মান কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান, এখানে থাকবে সমবায় বাজার, বিউটি পার্লার, বিউটিশিয়ানদের প্রশিক্ষণ কেন্দ্র, ও তাদের থাকা-খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা।’ শহরে নামিদামী পার্লারে অনেক আদিবাসী নারী ও মেয়ে শ্রমের ন্যাযমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, সেসব কর্মীদের কথা বিশেষ গুরুত্বের সহকারে চিন্তা করে সুযোগ নিশ্চিত করার কথা উল্লেখ করেন তিনি।

দি মোট্রপোরিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সেক্রেটারি ইন্মানুয়েল বাপ্পি মন্ডল গর্বের সাথে বলেন, এই বোর্ডের সকল সদস্য নানাভাবেই প্রশংসার দাবিদার। ‘তাঁদের প্রতিশ্রুতি অনুসারে আজ আমাদের গুলশান, জোয়ার সাহার, ভাটারাসহ অত্র এলাকায় বসবাসরত সদস্যদের কথা চিন্তা করে যে মহৎ কাজের উদ্যোগ নিয়েছেন এই জন্য সাধুবাদ জানাই এবং বঞ্চিতদের সুযোগসুবিধার প্রত্যশা করি।’

ঢাকা ক্রেডিট ইউনিয়নের স্কুল কমিটির সচিব শিপন রোজারিও বলেন, ‘নতুন বহুমুখী সুবিধা নিয়ে এখানে প্রকল্প হবে, এটা অত্যন্ত আনন্দের। ঢাকা ক্রেডিট যেহেতু সামিজিক ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের জন্য কাজ করে যাচ্ছে, আমাদেরও তেমনি দায়িত্ব রয়েছে ঢাকা ক্রেডিটের সাথে সার্বিক সহযোগিতা করা। তাই এই প্রতিষ্ঠানের যে সুন্দর সুন্দর কার্যক্রম হচ্ছে, সেগুলোর সাথে আমারা আমরা আছি, ভাবষ্যতেও থাকবো।’

বক্তব্য পর্যায়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তুইতাল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বর্তমান চেয়ারম্যান মেরিলীন গমেজ, মার্টিন লুথার কলেজর প্রভাষক অমল এঞ্জেল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ট্রেজারার বাবলু গমেজ, ঢাকা ক্রেডিটের সুপারভাইজরি কমিটির সদস্য তথা ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের ব্যবস্থাপনা কমিটির আহবায়ক মানিক লরেন্স গমেজ, রাজধানী খ্রীষ্টিয়ান বহুমুখী সমবায় সমিতি লি:, ঢাকা-এর সভাপতি জেমস কমল বাড়ৈ, ঢাকা ক্রেডিটের প্রক্তন ডাইরেক্টর এলিয়াস পিন্টু কস্তা, এলাকার সংশ্লিষ্ট গুনীজন, ব্যক্তিত্ব ও কন্সালটেন্ট ফার্মের ইঞ্জিনিয়ার তরিকুল ইসলাম।

বক্তব্য পর্বের মাঝে ঢাকা ক্রেডিট কর্তৃক নির্মিত ‘সত্যানুসন্ধান’ নামে এইটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। ২০১৭-এর ১৫ জানুয়ারি ঢাকা ক্রেডিটের নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ঢাকা ক্রেডিটের বর্তমান বোর্ডের বিরুদ্ধে যে অপতৎপরতা, অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তার ব্যাখ্যা ও প্রমাণই এই প্রামান্যচিত্র। বর্তমান বোর্ডের বিরুদ্ধে মহলটির প্রচারিত বিভ্রন্তমূলক বিষয় সাধারণ সদস্যদের পরিষ্কার করে বোঝার জন্যই তা প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠান শেষে নির্বাচনোত্তর ঢাকা ক্রেডিটের একটি বছরের কার্য়ক্রমের উপর তৈরিকৃত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। ঢাকা ক্রেডিটের সকল সদস্য তথা সর্বসাধারণ ডিসিটিভিবিডি.কম (ঢাকা ক্রেডিটের ইন্টারনেটভিত্তিক টিভি নেটওয়ার্ক) ও ঢাকা ক্রেডিট ফেসবুক ভিজিট করেও এই প্রামাণ্যচিত্রগুলো দেখা যেতে পারে।

ঢাকা শহরে ১৪ বৎসর যাবৎ কর্মরত একজন মান্দী আদিবাসী পার্লারকর্মী জ্যোস্না মানাখিন ঢাকা ক্রেডিট-এর সদস্য। তার এই পর্যন্ত কর্মজীবনে সুখ কী সেটার হিসাবনিকাশ মেলাতে পারছেন না। সুখ নামের সোনর হরিণের পিছনে ছুটছেন। তিনি ডিসি নিউজকে জানান: ‘চলতি বছরের জানুয়ারির ১ তারিখে বাধ্য হয়েছি কয়েকটি বিউটি পার্লার থেকে সকল কর্মী একযুগে বেরিয়ে আসতে। সেখানে আমাদের নায্য পাওনা থেকে বঞ্চিত করছে। বিউটিশিয়ানদের সার্বিক সুযোগ-সুবিধাসহ এই বিল্ডিং তৈরি হলে আশা করছি আমাদের একটি নিজস্ব প্রতিষ্ঠান হবে যেখানে আমরা আন্তরিকভাবে শ্রম দিয়ে নায্য মূল্য থেকে বঞ্চিত হব না।’

আরেকজন মান্দী পার্লার কর্মী রিনাম ম্রং গুলশানে একটি পার্লারে ১৫ বছর সিনিয়র কর্মী হিসাবে কাজ করে আসছেন। তিনি বলেন, ‘এইট আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক প্রকল্প। আমিও আশা করি, এ্ই প্রকল্প শুরু হলে নিয়োগ ক্ষেত্রে আমার নায্য পাওনা থেকে বঞ্চিত হব না।’

ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার বিপুল লরেন্স গমেজ-এর ধন্যবাদ জ্ঞাপন ও সুপারভাইজরি কমিটির সদস্য অবিনাস নকরেক-এর প্রার্থনার মাধ্যমে ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।