ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১১ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ গোপালগঞ্জে সেন্ট মথুরানাথ চার্চে হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

গোপালগঞ্জে সেন্ট মথুরানাথ চার্চে হামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা

0
322

গোপালগঞ্জের সেন্ট মথুরানাথ এজি চার্চের পালক অনুকূল বিশ্বাসসহ তিনজনের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। নেতৃবৃন্দ এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্Ÿান জানিয়েছেন। এসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মকর্তাগণ বলেন, হামলাকারী মহলটি চার্চ সংলগ্ন চার্চের ৩৮ শতাংশের পুকুরটি দখল করার জন্য দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালিয়ে আসছে। জানামতে এ বিষয়ে চার্চ কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকেও সহযোগিতা চেয়েছেন।

আধুনিক গোপালগঞ্জ গড়ার অন্যতম রূপকার সেন্ট মথুরানাথের অবদান সর্বজন স্বীকৃত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেন্ট মথুরানাথ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারই নামে প্রতিষ্ঠিত চার্চ এবং চার্চের পুকুর আজ দখলের চেষ্টা করা হচ্ছে, যা খ্রিষ্টান সমাজকে ব্যথিত ও উদ্বিগ্ন করছে। ২০ জানুয়ারি এ হামলার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের দপ্তর সম্পাদক স্বপন গমেজ প্রেস বিজ্ঞপ্তিতে এ সমস্যার একটি স্থায়ী সমাধান প্রত্যাশাসহ মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

 

আরপি/এসআর/২২ জানুয়ারি, ২০১৭