শিরোনাম :
চির নিদ্রায় ওসমান্ড রড্রিক্স
২৭ জানুয়ারি রাত সোয়া ১২টায় ওসমান্ড রড্রিক্স তেজগাঁও তার নিজের বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পাকস্থলীতে অত্যধিক গ্যাস সৃষ্টির কারণে হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তেজগাঁয়ে ১৯৫২ সালে ২১ ডিসেম্বর তার জন্ম হয়।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন তার স্ত্রী এ্যাঞ্জেলা পিনহারু, বড় মেয়ে ট্রিজা ও ছোট মেয়ে মিলড্রেড রড্রিক্সস বর্ধিত পরিবারের অনেক সদস্য ও আত্মীয়-স্বজন।
ওই একই দিনে বিকেল ৩টায় তেজগাঁও হলি রোজারি চার্চে খ্রিষ্টযাগের পর তার মৃতদেহ তেজগাঁও কবরস্থানে সমাহিত করা হয়। তেজগাঁও চার্চে সহকারী পাল-পুরোহিত রিপন গমেজ এই খ্রিষ্টযাগে পৌরহিত্য করেন।
প্রায় ২০০ জন খ্রিষ্টভক্ত তার এই খ্রিষ্টযাহে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন নিজের পরিবারের সদস্যসহ বিভিন্ন সমিতি, এসোসিয়েশন, সংগঠ সদস্য।
কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পিটার গোমেজ, রতন পিটার কোড়াইয়া, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সলোমন আই. গমেজ, বিসিএ-এর বনানী শাখার প্রেসিডেন্ট সেবাস্টিয়ান বাড়ৈ, লক্ষ্মীবাজার বিসিএ শাখার প্রেসিডেন্ট ভিক্টর রে ও দপ্তর সম্পাদক স্বপন রোজারিও। ঢাকা ক্রেডিটের অনেক সদস্য, প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও হোম বাউন্ড প্যাকার্স এন্ড শিপার্স কম্পানির সহকর্মবৃন্দ অন্তেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তার আত্মার কল্যাণ কামনা করেন।
তিনি ছিলেন একজন প্রবন্ধকার ও লেখক। কাথলিক চার্চের সাপ্তাহিক প্রতিবেশী, ঢাকা ক্রেডিটের সমবার্তসহ বিভিন্ন প্রকাশনায় তিনি নিয়মিত লিখতেন। তিনি ঢাকা ক্রেডিটের মাসিক সমবার্তা প্রকাশনার সম্পাদকীয় পরিষদের সদস্য হিসেবেও কাজ করেছেন। তিনি ঢাকা ক্রেডিটের একজন সক্রিয় সদস্য ছিলেন। এক্সপোর্ট ম্যানেজার হিসেবে তিনি হোম বাউন্ড প্যাকার্স এন্ড শিপার্স কম্পানিতে চাকরি করে কাটান জীবনের দীর্ঘ সময়।
তার এই অপ্রত্যাশিত মৃত্যুতে পরিবারের সবাই শোকে মুহ্যমান। পরিবারের পক্ষ থেকে তাদের প্রিয়জনের আত্মার কল্যাণে ২৭ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৮টায় তাদের পরিবারে প্রার্থনা সভায় অংশগ্রহণ করার জন্য খ্রিষ্টভক্তদের আহবান জানান।
আরপি/অরবি/২৭জানুয়ারি ২০১৮