ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ প্রেসক্লাবে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট

প্রেসক্লাবে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট

0
221

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কর্মবিরতির পর এবার পাঁচ দিনের লাগাতার অবস্থান কর্মসূচি করছেন কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি বা স্বাস্থ্যকর্মী)।

গত শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁরা এ কর্মসূচি শুরু করেন।

তাঁদের এই অবস্থান কর্মসূচি ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা যায় তবে এর মধ্যে দাবি পূরণ না হলে ১ ফেব্রুয়ারি থেকে তাঁরা আমরণ অনশন শুরু করবেন।

আজ দুপুরের পর প্রেসক্লাবের সামনে গিয়ে দেখা যায়, কয়েক হাজার স্বাস্থ্যকর্মী এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে আছেন। তাদের দাবি এখনও মেনে নেওয়া হয়নি। সেখানে আগে থেকেই দুই ধরনের শিক্ষকদের অনশন চলছে। এর মধ্যেই হাজারো স্বাস্থ্যকর্মীর উপস্থিতিতে রাস্তার বেশির ভাগ জায়গা ভরে যাওয়ায় যানচলাচলের গতি কমে গিয়ে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া ক্লিনিক ছেড়ে আন্দোলনে থাকায় কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবায় বিঘ্ন ঘটছে বলে তাঁরা জানিয়েছেন। তবে তাদের দাবি না মেনে নিলে তারা ১ তারিখ থেকে আমরন অনশনে যাবে বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, সারা দেশে এ রকম স্বাস্থ্যকর্মী আছেন ১৩ হাজার ৫৪৪ জন।

 

আরবি/আরপি/১ ফেব্রুয়ারি, ২০১৮