ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ সকল আ‌দিবাসী ছাত্রী‌দের জন্য স্কলার‌শী‌পের ব্যবস্থা

সকল আ‌দিবাসী ছাত্রী‌দের জন্য স্কলার‌শী‌পের ব্যবস্থা

0
364

স্বপ্নই জা‌তি‌কে উন্নীত ক‌রে । সুন্দর মন তৈরী, স‌তেজতা আর সৃজনশীলতা । এই আদ‌র্শে এ‌শিয়া ইউ‌নিভার‌সি‌টি ফর ও‌মেন কতৃর্ক ৩০ জানুয়ারি বিকাল ৩টায় ময়মন‌সিং‌হের কা‌রিতাস অ‌ডি‌টো‌রিয়ামে সকল আ‌দিবাসী ছাত্রী‌দের ও‌রি‌য়ে‌ন্টেশন ক্লাস করা হয় । ৩১ জানুয়ারি থে‌কে ভ‌র্তি ফরম দেওয়া হ‌চ্ছে।

এ‌শিয়া ইউ‌নিভার‌সি‌টি ফর ও‌মেন এর প্র‌তি‌নি‌ধি রিয়াদ হো‌সেন ও‌রি‌য়ে‌ন্টেশন ক্লা‌সে ব‌লেন ” আমা‌দের এই ইউ‌নিভার‌সি‌টি‌তে প্রায় ১৬ টা দেশ থে‌কে শিক্ষাথীরা পড়া‌শোনা কর‌ছে । এখা‌নে পড়া‌শোনার পাশপা‌শি বাস্তবমূখী শিক্ষাও প্রদান করা হয় । তাই এখা‌নে অনার্স ৪ বছর এর প‌রিব‌র্তে মোট ৫ বছর সময় লা‌গে । লিভার লার্জ কা‌রিকুলাম আমরা ফ‌লো ক‌রি । আপনার চিন্তা শ‌ক্তি‌কে জাগ্রত করাটাই হ‌লো লিভার লার্জ কা‌রিকুলা‌মের কাজ

‌নৈ‌তিকতা সম্প‌র্কে আপনা‌কে শিক্ষা দি‌বে । প্র‌তি‌টি ক্লা‌সে মোট ২০ জন ক‌রে ছাত্রী থাক‌বে । নি‌জে‌দের আত্নরক্ষার জন্য কেরা‌তিও শিখা‌নো হ‌বে । এই ৫ বছ‌রে আমরা প্র‌তি‌দিন দি‌নে ৪ বার খাবারের ব্যবস্থা ক‌রে‌ছি । মোটকথা আপনা‌দের কোন খরচ হ‌বেনা । বি‌ভিন্ন দে‌শে ইন্টার্নশী‌পে যাওয়ার ব্যবস্থা আ‌ছে । এই সেশনটা‌তে দুই গ্রুপের ছাত্রীরা আ‌বেদন কর‌তে পার‌বে: যারা এইবার এইচএসসি পরীক্ষা দি‌বে এবং যারা এইচএসসি পাস করেছে ।’

তিনি জানান, যারা অনার্স পড়‌ছে অথবা শেষ ক‌রে ফে‌লে‌ছে তারাও আ‌বেদন কর‌তে পার‌বে ।

‘ফেব্রুয়ারি মা‌সের ৮/৯ তা‌রিখ পযর্ন্ত ফরম জমা নেওয়া হ‌বে । ভ‌র্তি পরীক্ষায় উত্তীর্ন হ‌লে আপনা‌কে আমরা নিব । তার জন্য আপনা‌কে ইং‌রে‌জি ও গ‌ণি‌তে ভা‌লো কর‌তে হ‌বে । আমা‌দের ও‌য়েব সাই‌ডে গি‌য়ে বিগত সা‌লের প্রশ্ন সমূহ আপ‌নি দেখ‌তে পা‌রেন । আমা‌দের ও‌য়েব সাই‌ডের নাম www.auw.edu.bd .’ ব‌লেন রিয়াদ হো‌সেন

আ‌লোঘর প্রকল্পের ব্যবস্থাপক দু‌লেন আ‌রেং ব‌লেন ” আমা‌দের আ‌দিবাসী ছাত্রী‌দের জন্য এমন শিক্ষা ব্যবস্থার খবর অত্যন্ত খু‌শির । তাই আপনারা য‌দি পা‌রেন তাহ‌লে আমা‌দের আ‌দিবাসী মে‌য়ে‌দের‌কে প্রথম বা‌রের মত একটু বে‌শি বি‌বেচনা কর‌বেন । যা‌তে তারা নি‌জে‌দের জীবন‌কে সুন্দরভা‌বে গু‌ছি‌য়ে নি‌তে পারবে।”

আরবি/অারপি/১ ফেব্রুয়ারি, ২০১৮