শিরোনাম :
ময়মনসিংহে বাহারি রঙের পুষ্পমেলার আমেজ
হাতছানি দিয়ে ডাকছে ঋতুরাজ বসন্ত । বসন্তের এই আগমনে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গনে চলছে পুষ্পমেলা। এই মনো মুগ্ধকর মেলাটি আয়োজন করেন ময়মনসিংহ পৌরসভা, ময়মনসিংহ ।
তাছাড়া সাবির্কভাবে সহযোগিতা করেন জেলা নাসার্রী মালিক সমিতি, ময়মনসিংহ । মেলাটি থাকবে ৮ ফেব্রুয়ারী পযর্ন্ত ।
ফাইভ স্টার নাসার্রীর প্রোপাইটর শেখ: মো: আইনুল হক বলেন ” এই পুষ্পমেলায় আমরা এবার কিছু বিরল প্রজাতির গাছ এনেছি । যেমন: ট্যাংফল, স্টেভিয়া, ফ্রো কলি, অরকিড, মিশরীয় বাধাকপি, পান চিটিয়া ইত্যাদি । কারন ক্রেতারা চায় সব সময় অসাধারন কিছু ফুলের গাছ । আমার স্টলে সবোর্চ্চ ৩০০০ থেকে সর্বনিম্ন ৫০ টাকা মূল্যের ফুলের গাছ রয়েছে । ”
অন্যদিকে, হযরত শাহ আয়াত আলী নাসার্রীর প্রোপাইটর মো: আবু সাইদ বলেন ” আমাদের স্টল প্রতিবছর আমরা পুষ্পমেলায় নিয়ে আসি ।আমরা দৈনিক ৪ থেকে ৫ হাজার টাকার ফুল বিক্রি করে থাকি । অনেক সময় এর বেশিও হয়ে থাকে । সব খরচ মিলিয়ে আমাদের লাভ হয় ১ লাখ টাকার মত । ”
ক্রেতা প্রিয়া রানী দে বলেন ” পুষ্পমেলা মানেই হলো সৌখিনতা ।পুষ্পমেলায় আসলে অজানা প্রজাতির ফুল পাওয়া যায় । যেটা আমার অনেক ভালো লাগে । তবে ফুলের দাম আমার কাছে একটু বেশি বলে মনে হচ্ছে । ”
অপরদিকে আরেক ক্রেতা সাব্বির রহমান বলেন ” আমি মেলা থেকে বেগুন আর মরিচের গাছ কিনেছি ।কারন এগুলো আমি বাড়ীর ছাদে লাগাতে পারবো । যাতে প্রয়োজনে খেতে পারি । একেকটা গাছের দাম ৪০ টাকা করে কিনেছি মোট ১৪ টা গাছ।”
এছাড়াও পুষ্পমেলাতে বিভিন্ন ধরনের শোভা বধর্ন গাছ, ঔষধি গাছ, সব্জির গাছ এসেছে ।
আরবি/আরপি/ ৫ে ফেব্রুয়ারি, ২০১৮