শিরোনাম :
সান্তালী লিপি দিয়ে সান্তাল শিশুদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি সান্তালদের
বাংলা কিংবা অলচিকি নয়, একমাত্র সান্তালী লিপি দিয়ে সান্তাল শিশুদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানিয়েছেন সান্তালরা।
২ ফেব্রুয়ারি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমীতে “সান্তালী লিপি দিয়ে প্রাক্-প্রাথমিক পাঠ্যপুস্তক প্রণয়ন করতে হবে (ঝধহঃরষর ষরঢ়র ঃবমব ঝধহঃধষর ঢ়ঁঃযর পযধঢ়ধ ংড়ফড়ৎ যড়ুড়শধ) মূলসুরের উপর ভিত্তি করে সান্তালী বর্ণমালা বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনষ্ঠান”- এর আয়োজন করে সান্তাল আদিবাসী ছাত্রছাত্রীদের নিয়ে গড়া ছাত্র সংগঠন সান্তাল স্টুডেন্টস্ (সাসু)- বাংলাদেশ, রাজশাহী মহানগর শাখা।
সভায় বক্তারা সান্তাল আদিবাসী শিশুদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের ক্ষেত্রে বাংলা কিংবা অলচিকি নয়, একমাত্র সান্তালী লিপি দিয়েই সান্তাল শিশুদের মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি জানিয়েছে।
বক্তারা উল্লেখ করেন, ‘সান্তালী ভাষার শুদ্ধভাবে এবং ব্যাকরণ সম্মতভাবে লেখ্যরুপের সূচনা হয়েছিলো ১৮৪৬ সালে রোমান থেকে আগত সান্তালী বর্ণমালা দিয়ে। এই সান্তালী বর্ণমালা দিয়েই শুদ্ধ ও মাধুর্য্যভাবে উচ্চারনের সাথে সান্তালী ভাষার সাহিত্য ও সংস্কৃতি চর্চা হয়ে আসছে। সান্তালী বর্ণামালা দিয়েই বিজ্ঞান ও কলা, শিল্প ও সাহিত্য, দৈনন্দিন জীবনের গল্প, কবিতা, গান, ছড়া, উপন্যাস, গ্রন্থ প্রভৃতি সাহিত্যের বিশাল ভান্ডার রচিত হয়েছে।’
‘১৯০৫ সালে তৎকালীন বাংলাদেশ অঞ্চলের বেগুনবাড়ী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সান্তালী ভাষায় নার্সারি থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলে আসছে। বর্তমানে পৃষ্টপোষকতার অভাব সান্তাল শিশুদের মাতৃভাষায় শিক্ষিা কার্যক্রম দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি পৃষ্টপোষকতা পেলে সান্তাল শিশুদের মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম আরা বেগবান করা সম্ভব।’ বলেন বক্তারা।
বক্তারা আরো বলেন “গুটি কয়েক লোক স্বীয় স্বার্থ হাসিলের জন্য সান্তাল আদিবাসীদের জনপ্রিয় প্রাণের বর্ণমালাকে উপেক্ষা করে বাংলা এবং অলচিকিসহ নিত্যনতুন বর্ণমালা নিয়ে জটিরতা সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে সান্তাল শিশুদের শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সান্তাল জাতির গণস্বার্থ বিরোধী এইসকল ষড়যন্ত্র গুলোর তীব্র নিন্দা জানায় তারা”।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সান্তাল বাইসি-সভাপতি এস.সি আলবার্ট সরেন, আদিবাসী মুক্তি মোর্চা-সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের-সভাপতি হিংগু মুরমু, রাজশাহী জেলা পারগানা বাইসির-পারগানা কামেল মার্ডী। সান্তাল লেখক-গাব্রীয়েল হাঁসদা, সাসু-বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি সুবোধ এম বাস্কেসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসু- বাংলাদেশ, রাজশাহী মহানগর শাখার সভাপতি-সেনাস মার্ডী।
আরবি/আরপি/ ৫ ফেব্রুয়ারি, ২০১৮