ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ রাজপথ মুখরিত সমবায় র‌্যালীর শ্লোগানে

রাজপথ মুখরিত সমবায় র‌্যালীর শ্লোগানে

0
525

ডিসিনিউজ: সমবায়ের আয়ের ওপর শতকরা ১৫ টাকা কর্তন রহিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বাংলাদেশের সবচেয়ে বড় সমবায় সমিতি ‘ঢাকা ক্রেডিট’-এর সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। সাধারণ গরিব মানুষের আয়ের ওপর এই আয়কর আরোপ যুক্তিসঙ্গত নয় বলে তিনি ডিসিনিউজকে জানান।

র‌্যালীতে আরো নেতৃত্ব দেন দি সেন্ট্রাল এসোসিয়েশস অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো)-এর চেয়ারম্যান নির্মল রোজারিও। তাঁদের সাথে অন্যান্য সমবায়ীরা এই বর্ণাঢ্য র‌্যালিতে অংশগ্রহণ করে।

ঢাকা ক্রেডিটের কর্মী, কর্মকর্তা, কাককোর আওতাধীন বিভিন্ন সমবায়ের কর্মী ও কর্মকর্তগণ এই র‌্যালীতে অংশ নিয়ে সেগুনবাগিচার মৎস ভবনের মোড় থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত পদযাত্রা করে। তাদের সবার পরনে ছিল রংবেরঙের টি-শার্ট ও টুপি, হাতে ছিলো নিজ নিজ সমিতির নামসম্বলিত ব্যানার।

01সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন, সমবায়ে শক্তি, সমবায়ে মুক্তি, ১৫ শতাংশ আয়কর রহিত করো রহিত করো – এমন সব নানা শ্লোগানে মুখরিত হয়েছে ৫ নভেম্বরের সকালে সমবায়ের র‌্যালী। র‌্যালীতে অন্যান্য আকর্ষণের মধ্যে ছিল ঢাকার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ও সাথে রংবেরঙের পোশাক পরা ব্যান্ডের দল।

বিভিন্ন সমবায় সমিতির শত শত সমবায়ী এক উৎসবমূখর পরিবেশে অংশগ্রহণকারীরা সেগুনবাগিচার মৎস ভবনের কাছে জড়ো হয়ে রাজপথ প্রদক্ষিণ করে ওসমানী মিলনায়তনের কাছে গিয়ে শেষ করে।

আরপি/আরবি/নভেম্বর ৬, ২০১৬