শিরোনাম :
সমন্বিত মানব উন্নয়ন নিয়ে কাজ করতে হবে : দি খ্রীষ্টান কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী
বর্ণ্যাঢ্য আয়োজনে পালন করা হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী।
৯ ফেব্রুয়ারি (শুক্রবার) তেজগাঁও বটমলী হোম স্কুলের মাঠে সুবর্ণ জয়ন্তীর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১টায় প্রধান অতিথি ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, বিশেষ অতিথি বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি হিউবার্ট গমেজ আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় কার্ডিনাল প্যাট্রিক আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, দি খ্রীষ্টান কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের সভাপতি আলবিন দেছা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা মেট্রোপলিটান সমবায় অফিসার মো. আব্দুর রহিম, দি খ্রীষ্টান কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেডের সেক্রেটারি ডমিনিক রঞ্জন গমেজসহ পরিচালনা পর্ষদ এবং সদস্যরা।
অনুষ্ঠানে অতিথিরা জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করেন। এ ছাড়াও তারা ফেলুন এবং পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে অতিথিরা ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৫০টি প্রদীপ প্রজ্জলন করেন এবং কেক কাটেন।
অনুষ্ঠানে কার্ডিনাল প্যাট্রিক বলেন, ‘আমার আজকে খুব ভাল লাগছে এই পথ চলার গল্প শুনে। সমবায় মানে হলো, সমন্বিত কার্যক্রম। মহামান্য পোপ মহোদয় কার্ডিনাল হিসেবে পোপীয় দপ্তরে আমাকে একটি বিভাগের দায়িত্ব দিয়েছেন। তা হলো, ‘সমন্বিত মানব উন্নয়ন’। এখন সময় এসেছে এই বিষয়ে ভাবার। আমাদের সমবায় সমিতিগুলোতে সমন্বিত মানব উন্নয়ন নিয়ে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘আমি কোনো একক ব্যক্তির জন্য নয়। আমাকে সবার কাছেই যেতে হবে। সমাজে কিছু মানুষ থাকবেই, যারা পেছনে কথা বলে। কোথায়ও গেলে, তারা ফেইসবুকে বিভিন্ন কিছু লেখে। আমার তো সবার কাছেই যেতে হবে। আমরা সবার জন্যই আহুত।’
এ দিন অন্যান্য বক্তারা বলেন, ‘আহুত অনেকেই হন, কিন্তু আহ্বান পান কয়েকজন। আজ সেই ডাকেই আমরা এখানে মিলিত হয়েছি। সমবায় টিকে থাকতে হলে প্রয়োজন আয়মূলক বিভিন্ন প্রকল্প। আর দি খ্রীষ্টান কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড এ বিষয়ে কাজ করছে। গৌরবের ৫০টি বছর পার করেছে এই ক্রেডিট ইউনিয়ন। আমরা এর সর্বাঙ্গিণ মঙ্গল কামনা করি।’
উল্লেখ্য এ দিন, ঢাকা মেট্রোপলিটানের সমবায় অফিসার মো. আব্দুর রহিম বলেন, ‘খ্রিষ্টান সম্প্রদায় সমবায় আন্দোলন এগিয়ে নিয়ে গেছে অনেক দূর। ফাদার চার্লস জে. ইয়াং-এর হাত ধরে বাংলাদেশে সমবায় আন্দোলন। আর সমবায়ের রোল মডেল ঢাকা ক্রেডিট সৃষ্টি করেছেন তিনিই। খ্রিষ্টান সমাজের মূল্যবোধ সত্যিই প্রশংসনীয়। মহামান্য পোপ বাংলাদেশ সফরে যে গাড়িটি ব্যবহার করেছেন (পাপা মোবিল) ঢাকা ক্রেডিট সেই গাড়িটি যতেœর সাথে তাদের নিজস্ব রিসোর্টে মিউজিয়াম করে তা সংরক্ষণ করেছে। সত্যিই এসব উদ্যোগ প্রশংসার দাবিদার।’
এ দিন সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়াও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
অনুষ্ঠানের শেষের দিকে লটারী ড্র এবং একটি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরবি/আরপি/৯ ফেব্রুয়ারি, ২০১৮