ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ পাদুয়ার সাধু আন্তনী নিত্যদিনের অনুগ্রহ দানকারী : মথুরাপুরে সাধু আন্তনীর তীর্থ

পাদুয়ার সাধু আন্তনী নিত্যদিনের অনুগ্রহ দানকারী : মথুরাপুরে সাধু আন্তনীর তীর্থ

0
1089

পাদুয়ার সাধু আন্তনীর প্রতি গভীর বিশ্বাস ও ভক্তিতে সিক্ত হলো মথুরাপুরের কাতুলীতে সাধু আন্তনীর তীর্থোৎসব।

৯ ফেব্রুয়ারি (শুক্রবার) আন্তনী ভক্তগণ পাদুয়ার সাধু আন্তনীর পর্ব পালনে অংশগ্রহণ করে । দূর দূরান্ত থেকে খিষ্টভক্তগণ পর্বীয় খিষ্টযাগে অংশ নেয়।পর্বীয় খ্রীষ্টযাগ অনুষ্ঠিত হয় সকাল সকাল সাড়ে ৯টায়।

পর্বীয় খ্রীষ্টযাগের উপদেশে খুলনা ধর্মপ্রদেশের ফাতেমা হাসপাতালের ডিরেক্টর ফাদার বাবলু সরকার মহান এ সাধুর জীবনী ও তাঁর অলৌকিক কর্ম তুলে ধরেন।

তিনি বলেন, ‘সাধু আন্তনী আজও সকলের কাছে সক্রিয় সাধুর শ্রদ্ধা লাভ করছে।বিশেষ করে হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য তাঁর কাছে প্রার্থনা করে আমরা ফল পেয়ে যাচ্ছি।যার যার ফলে তার নামের মাহাত্ম্য প্রচারের জন্য বিভিন্ন স্হানে তীর্থকেন্দ্রে মানুষ তীর্থ করে।’

রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ বলেন, ‘বিশ্বাসের আধ্যাত্মিক পরিচর্যা, বিশ্বাসের গঠন ও বিশ্বাসের পরিপক্বতা লাভের জন্য আমরা তীর্থ করি।তীর্থ হচ্ছে বিশ্বাসের আন্দোলন। সাধু আন্তনীর অনুগ্রহ ও আশির্বাদ নিত্যদিন আমাদের উপর বর্ষিত হচ্ছে। খিষ্টভক্তরা সাধু আন্তনীর নিকট মানত দিয়ে বিভিন্ন উদ্দেশ্য রাখেন এবং তা পূরণ হয়।পায়রা, মোমবাতি আরো অনেক কিছু নিয়ে আন্তনী ভক্তরা সাধু আন্তনীর পদতলে উৎসর্গ করে বিশ্বাসের গভীরতায় ধন্যবাদের সাক্ষ্য দেয়।’

পর্বীয় খ্রীষ্টযাগে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার পল গমেজ, খুলনা ধর্মপ্রদেশের ফাতেমা হাসপাতালের ডিরেক্টর ফাদার বাবলু সরকার, মথুরাপুর ধর্মপল্লীর পাল-পুরোহিত দিলীপ এস কস্তা, বিভিন্ন ধর্মপল্লীর পুরোহিতগণ, ব্রতধারিণী এবং আন্তনীভক্তরা।

উল্লেখ্য, ২০০৪ সালে মথুরাপুর ধর্মপল্লীর কাতুলীতে এ তীর্থের যাত্রা শুরু হয়। সময়ের তালে এ তীর্থস্থানের অবকাঠামো ওপরিধি বৃদ্ধির সাথে সাথে বিশ্বাসের তীর্থযাত্রায় হয়েছে সমৃদ্ধ। প্রতি বছর ভষ্ম বুধবারের পূর্বের শুক্রবার এই তীর্থ উৎসব পালন করা হয়। এ বছর এই তীর্থে প্রায় ৪ হাজার আন্তনীভক্ত অংশ নিয়েছেন।

 

আরবি/আরপি/১০ েফেব্রুয়ারি, ২০১৮